চকরিয়ার চিরিঙ্গা-মানিকপুর সড়কে ডাকাতির প্রস্তুতিকালে চার ডাকাতকে আটক করেছে পুলিশ। এ সময় উদ্ধার করা হয় দুটি ছোরা, একটি লম্বা দা ও একটি লোহার রড। আটককৃতরা হল চকরিয়া পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের জালিয়াপাড়ার বশির আহম্মদের ছেলে মিশকাতুল মাসাবী (২৬), জিয়াউর রহমানের ছেলে মোহাম্মদ সাগর (২২), পৌরসভার এক নম্বর ওয়ার্ডের আমাইন্নার চর গ্রামের মৃত ফজল করিমের ছেলে আবদুল হামিদ (৪৩) ও ৮ নম্বর ওয়ার্ডের স্টেশন পাড়ার সিরাজুল ইসলামের ছেলে নুরুল ইসলাম জিসাদ (২৫)। গত সোমবার রাত সাড়ে ৮টার দিকে সড়কের বাদশার টেক এলাকা থেকে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, সোমবার রাতে চিরিঙ্গা-মানিকপুর সড়কের নির্জন পাহাড়ি এলাকাস্থ বাদশার টেকের নতুন পাহাড়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল ৭-৮ সদস্যের সশস্ত্র একদল ডাকাত। রাত সাড়ে ৮টার দিকে যাত্রীবেশে পুলিশের একাধিক সদস্য সিএনজি টেক্সিতে করে মানিকপুর যাচ্ছিলো। তবে ইউনিফর্ম পরিহিত পুলিশের অপর একটি দল বাদশার টেকের কাছেই অবস্থান করছিল আড়ালে। সেই মুহূর্তে গাড়ির আওয়াজ শুনে পাহাড়ের আড়াল থেকে সশস্ত্র ডাকাতদল গাড়ির গতিরোধের চেষ্টা করলে গাড়িতে থাকা এবং ইউনিফর্ম পরিহিত পুলিশ একযোগে ডাকাতদলকে ঘিরে ফেলে। এ সময় কয়েকজন পালিয়ে গেলেও হাতেনাতে ধরা পড়ে চার ডাকাত সদস্য।
এ ব্যাপারে চকরিয়া থানার অপারেশন অফিসার রাজীব কুমার সরকার দৈনিক আজাদীকে জানান, এই ঘটনায় থানায় ডাকাতির প্রস্তুতি ধারায় ৮ জনের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। তদ্মধ্যে এজাহারনামীয় আসামি করা হয়েছে আটক চারজনকে। তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।











