চিরনিদ্রায় শায়িত স্থানীয় সরকার বিশেষজ্ঞ ড. তোফায়েল আহমেদ

হাটহাজারী প্রতিনিধি | শুক্রবার , ১০ অক্টোবর, ২০২৫ at ৭:১৫ পূর্বাহ্ণ

স্থানীয় সরকার ও নির্বাচন বিশেষজ্ঞ এবং স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক ড. তোফায়েল আহমেদের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় হাটহাজারীর ফতেহপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে তাঁর নামাজে জানাযা সম্পন্ন হয়।

জানাযায় অংশ নেন রাজনৈতিক দলের নেতাকর্মীসহ সরকারিবেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা। এরপর ফতেহপুর মদনহাটের জামতলে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় ড. তোফায়েল আহমেদকে। এর আগে, গতকাল বৃহস্পতিবার সকাল ৮টার দিকে ফ্রিজিং গাড়িতে তাঁর লাশ ফতেহপুরে পৌঁছায়। এ সময় শোকের আবহ সৃষ্টি হয় পুরো এলাকায়।

বুধবার রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ৭১ বছর বয়সে বরেণ্য এই শিক্ষাবিদ।

পূর্ববর্তী নিবন্ধসাবেক পুলিশ কর্মকর্তা উত্তমের সম্পদ জব্দ, ব্যাংক হিসাব অবরুদ্ধ
পরবর্তী নিবন্ধজুলাই সনদকে আইনি ভিত্তি দেওয়া এখন জনদাবি