চিন্ময়ের জা‌মি‌ন নিয়ে সংঘর্ষ : ৮ আসামি ফের রিমান্ডে

| মঙ্গলবার , ১০ ডিসেম্বর, ২০২৪ at ১২:৩৩ অপরাহ্ণ

সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ঞ দাসের জামিন নিয়ে পুলিশের সাথে সংঘর্ষ, ভাংচুর, সরকারি কাজে বাধা দেয়ার অভিযোগে দায়ের করা মামলায় গ্রেফতার ৮ আসামি ফের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

আজ মঙ্গলবার (১০ নভেম্বর) চট্টগ্রাম মেট্রোপ‌লিটন ম্যাজিস্ট্রেট ৩য় আদালতের বিচারক মোঃ আলমগীর এই আদেশ দেন। তাদের বিরুদ্ধে ৭ দিনের রিমান্ড আবেদন করা হলে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।

সকালে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে পুলিশ সিএমএম আদালতে হাজির করা হয়। এর আগে তাদের ৬দিনের রিমান্ডে নিয়ে ছিল পুলিশ।

গত ২৬ নভেম্বর চট্টগ্রাম আদালত ভবনে চিন্ময় দাসের জামিন নিয়ে পুলিশের সাথে চিন্ময় সমর্থকদের এই সংঘর্ষের ঘটনা ঘটে। এতে চিন্ময় সমর্থকদের হাতে সাইফুল ইসলাম আলিফ নামে এক আইনজীবীকে পিটিয়ে এবং কুপিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়।

ওই ঘটনায় এ পর্যন্ত হত্যা মামলাসহ পুলিশের উপর হামালা, ভাঙচুর, সরকারি কাজে বাধা দেয়ার অভিযোগে ৬টি মামলা হয়েছে। এরমধ্যে পুলিশ বাদী হয়ে মামলা করেছে ৩টি।

বিষয়‌টি নি‌শ্চিত করে মহানগর পি‌পি ম‌ফিজুল হক ভূইয়া বলেন, ৮ জন আসামির বিরুদ্ধে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। রাষ্ট্রপক্ষ থেকে ৭ দিনের রিমান্ড চাওয়া হয়েছিল।

পূর্ববর্তী নিবন্ধসাবেক এমপি ফজলে করিমকে ৩ মামলায় শোন অ্যারেস্ট
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি ১৩ বছর পর গ্রেপ্তার