চিন্ময় দাসের জামিন প্রশ্নে রুল শুনানি পেছাল

| বৃহস্পতিবার , ২৪ এপ্রিল, ২০২৫ at ১০:৫০ পূর্বাহ্ণ

জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলায় বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন প্রশ্নে জারি করা রুল শুনানি এক সপ্তাহের জন্য পেছানো হয়েছে। বিচারপতি মো. আতোয়ার রহমান ও বিচারপতি মো. আলী রেজার হাইকোর্ট বেঞ্চ গতকাল বুধবার রাষ্ট্রপক্ষের সময় আবেদনের প্রেক্ষিতে এক সপ্তাহে জন্য শুনানি মুলতবি করেন। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। আসামিপক্ষে ছিলেন আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্য। খবর বাংলানিউজের।

গত বছরের ৩১ অক্টোবর নগরের চান্দগাঁও মোহরা ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ফিরোজ খান বাদী হয়ে কোতোয়ালি থানায় চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীসহ ১৯ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে ওই মামলা করেন। এ মামলায় চিন্ময় কৃষ্ণসহ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধনগরীতে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের প্রতীকী অনশন
পরবর্তী নিবন্ধপ্রাইম এশিয়ার ছাত্র পারভেজ হত্যা মামলার এক আসামি চট্টগ্রামে গ্রেপ্তার