সামাজিক ব্যাবসার প্রসার,উদ্যোক্তা সৃষ্টি ও দারিদ্র্য মুক্ত দেশ গঠনে নানা কর্মসূচি পালন করবে চিটাগং সোশ্যাল বিজনেস সেন্টার।
চিটাগাং সোশ্যাল বিজনেস সেন্টার লিমিটেডের বোর্ড সভা ১৬ জুলাই চট্টগ্রাম দৈনিক আজাদী সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়। সেন্টারের চেয়ারম্যান এম এ মালেক সভায় সভাপতিত্ব করেন ।
সভায় দারিদ্র্যমুক্ত তিন শূণ্যের পৃথিবী গড়তে নোবেলজয়ী প্রফেসর ড. ইউনূসের সামাজিক ব্যাবসায় জনসম্পৃক্ততা বাড়ানোর জন্যে সেমিনার, নিয়মিত জার্নাল প্রকাশ, ওয়েবসাইট ও সোশ্যাল মিডিয়ায় সেন্টারের নানামুখী কার্যক্রম পরিচালনা বাস্তবায়নে সদস্যদের নিয়ে বিভিন্ন সাব কমিটি গঠিত হয়।গত ২৭–২৮ জুন ২০২৫ সাভারে প্রফেসর ড. ইউনূসের জন্মদিনে, বিশ্বের বিপুলসংখ্যক প্রতিনিধির অংশগ্রহণে অনুষ্ঠিত সোশ্যাল বিজনেস ডে–তে চিটাগং সোশ্যাল বিজনেস সেন্টারের অংশগ্রহণ ও অনুষ্ঠানের অর্জিত অভিজ্ঞতা ও সার্বিক বিষয়ে পর্যালোচনাসহ সেন্টারের ভবিষ্যৎ কর্মপন্থা কর্মসূচি নিয়ে ব্যাপক আলোচনা করা হয়।
সভায় উপস্থিত ছিলেন পরিচালকবৃন্দ যথাক্রমে সেন্টারের ফিন্যান্স পরিচালক মোস্তাক হোসেইন, পরিচালক ড. মুহাম্মদ কামাল উদ্দিন, ওসমান গনি মুনসুর, এডভোকেট জিয়া হাবিব আহসান, এমরান মিয়া চৌধুরী, ইয়াসিন মাবুদ, আবিদা সুলতানা ও কোম্পানি সেক্রেটারি মো. আবু সাঈদ সুজন। সর্বশেষে কেন্দ্রের চেয়ারম্যান ভবিষ্যৎ কর্ম পরিকল্পনার জন্য শুভেচ্ছা জানিয়ে সভা শেষ করেন। প্রেস বিজ্ঞপ্তি।