চিটাগাং সিনিয়রস্‌ ক্লাবে বড়দিন উদ্‌যাপন

| মঙ্গলবার , ২৭ ডিসেম্বর, ২০২২ at ৮:৪১ পূর্বাহ্ণ

চিটাগাং সিনিয়রস্‌ ক্লাবের পক্ষ থেকে বড় ধর্মীয় উৎসব বড়দিন জাঁকজমকভাবে গত ২৫ ডিসেম্বর উদযাপন করা হয়। ক্লাবের অনুষ্ঠানে কেক কাটেন ক্লাব প্রেসিডেন্ট ডা. সেলিম আকতার চৌধুরী ও তাঁর সহধর্মিনী জেবউননেছা চৌধুরী (লিজা), ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ আলাউদ্দিন ও তাঁর সহধর্মিনী, ম্যানেজিং কমিটির সদস্য মো. জাহিদুল ইসলাম মিরাজ, ওয়ালিউল আবেদীন সাকিল, মাশফিকউলহাসান, এম. ইয়াকুব আলী এবং ডা. মোহাম্মদ ইমাম হোসেন (রানা)। অনুষ্ঠানে বড়দিন উপলক্ষে শিশুদের মাঝে নানা রকমের উপহার সামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেনরুপম কিশোর বড়ুয়া, গোলাম মোস্তফা কাঞ্চন, অ্যাডভোকেট রফিকুল আনোয়ার চৌধুরী, সরফরাজ খান চৌধুরী, এম আর দে (এফসিএ), ডা. মঈনুল ইসলাম মাহমুদ, ক্যাপ্টেন আমিরুল ইসলাম, ফিরোজ আহমেদ, ইঞ্জিনিয়ার পরিমল কান্তি চৌধুরী, সুলতানুল আবেদীন চৌধুরী, শাহ আলম বাবুল, আমানুল্লাহ আল সগির ছুট্টু, ডা. মাহমুদ এ. চৌধুরী (আরজু) প্রমুখ। বড়দিন উপলক্ষে অনুষ্ঠানে কেক কাটেন ক্লাবের প্রেসিডেন্ট ডা. সেলিম আকতার চৌধুরী। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির ৩৯তম সিন্ডিকেট সভা
পরবর্তী নিবন্ধসাংবাদিকদের কাছে মানুষ বস্তুনিষ্ঠ সংবাদ প্রত্যাশা করে : ফজলে করিম