চিটাগাং সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতি লিঃ এর ব্যবস্থাপনা কমিটির নির্বাচনের তফসিল ২০২৩–২৫ ঘোষণা করা হয়েছে। গত ১৬ই জানুয়ারি বিকেলে চিটাগাং সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতি লিঃ নির্বাচন পরিচালনা কমিটির প্রথম সভায় নির্বাচনের তফসিল চূড়ান্ত করা হয়। নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি সাংবাদিক হেলাল উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে সভায় কমিটির সদস্য সাংবাদিক ফরিদ উদ্দিন চৌধুরী ও সদস্য কামাল উদ্দিন উপস্থিত ছিলেন।
নির্বাচনী তফসিল অনুসারে মনোনয়নপত্র বিতরণ ১৯ ও ২০ জানুয়ারি ২০২৩ সন্ধ্যা ৬টা থেকে রাত ৮ টা সমিতির কার্যালয়ে। মনোনয়নপত্র জমা ২৩ জানুয়ারি সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা, মনোনয়ন বাছাই ২৪ই জানুয়ারি সন্ধ্যা ৬টা থেকে বৈধ মনোনয়নপত্র ও বাতিলকৃত মনোনয়নপত্রের প্রাথমিক তালিকা প্রকাশ বাছাই সমাপ্তির পর, বৈধ ও বাতিলকৃত মনোনয়নপত্রের ব্যাপারে আপিল ২৫ ও ২৬ জানুয়ারি অফিস চলাকালীন সময়ে জেলা সমবায় অফিসার, চট্টগ্রামের কার্যালয়ে।
আপীল আবেদন শুনানি গ্রহণ ও নিষ্পত্তি ২৯, ৩০ ও ৩১ জানুয়ারি ২০২৩ জেলা সমবায় কার্যালয়ে আপিল কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত সময়ে। প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহার ৪ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬ টা থেকে রাত ৮টা সমিতির কার্যালয়ে। বৈধ প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ ও চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ৫ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টা থেকে। আরম্ভ ভোট গ্রহণ ২০ ফেব্রুয়ারি সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত সমিতির কার্যালয়ে এবং ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করা হবে। প্রেস বিজ্ঞপ্তি।












