সিজেকেএস-সিডিএফএ ৩য় বিভাগ ফুটবল লিগে গত ১৬ মার্চ চিটাগাং রয়েল বনাম চ.ব.ক. ক্রীড়া সমিতি (সাদা) এর খেলা শেষে চিটাগাং রয়েলের কোচ এস.এম রবিন উদ্দিন হেলাল এর নেতৃত্বে দলের তালিকাভুক্ত খেলোয়াড়রা রেফারীদের অসম্মান, অপমানজনক ও কুরুচিপূর্ণ শ্লোগান, গালিগালাজ এবং হুমকি দিয়ে মিছিল করে। এ প্রেক্ষিতে ডিসিপ্লিনারী এ্যাকশন কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সিজেকেএস সিডিএফএ ফুটবল উপবিধির অনুচ্ছেদ ১৪ এর (গ) ও (ঘ) অনুযায়ী চিটাগাং রয়েলের কোচ এস.এম রবিন উদ্দিন হেলালকে ২৩ মার্চ ২০২২ইং হতে আগামী ০২ (দুই) মৌসুমের জন্য সিজেকেএস ও সিডিএফএ কর্তৃক আয়োজিত সকল ক্রীড়া কার্যক্রম থেকে বহিষ্কার করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।