চিটাগাং চেম্বারের বার্ষিক সাধারণ সভা

| রবিবার , ২৭ ডিসেম্বর, ২০২০ at ৯:৪৯ পূর্বাহ্ণ

চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির বার্ষিক সাধারণ সভা গতকাল শনিবার ওয়ার্ল্ড ট্রেড সেন্টারস্থ বঙ্গবন্ধু কনফারেন্স হলে চেম্বার সভাপতি মাহবুবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় আলোচ্যসূচি অনুযায়ী ২০১৯-২০২০ সালের বার্ষিক কার্যবিবরণী, ১ জুলাই ২০১৯ হতে ৩০ জুন অর্থ বছর ও ১ জুলাই ২০২০ হতে ৩১ অক্টোবর পর্যন্ত চিটাগাং চেম্বারের নিরীক্ষিত আয়-ব্যয়ের হিসাব এবং পরবর্তী অর্থবছরের জন্য অডিট ফার্ম নিয়োগ অনুমোদন করা হয়। এসময় উপস্থিত ছিলেন চেম্বার পরিচালক মো. অহীদ সিরাজ চৌধুরী, এস এম আবু তৈয়ব, মো. জহুরুল আলম, ছৈয়দ ছগীর আহমদ, অঞ্জন শেখর দাশ, মো. আবদুল মান্নান সোহেল, সৈয়দ মোহাম্মদ তানভীর ও সাকিফ আহমেদ সালাম, প্রাক্তন পরিচালকবৃন্দ ও বিভিন্ন এসোসিয়েশনের নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচান্দগাঁওয়ে বাস চালক ও হেলপার গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধআন্তরিকতার সাথে কাজ করেছেন জেলা প্রশাসক