চিটাগাং ক্লাবের (সিসিএল) অডিটরিয়ামে গত মঙ্গলবার কাজী নজরুল ইসলাম রচিত মঞ্চস্থ হলো ‘জিনের বাদশা’। প্রখ্যাত নাট্যকার ক্লাব সদস্য এ জে এম রবিউল আলমের নির্দেশনায় চিটাগাং ক্লাবে এটি ১৫তম নির্দেশানা এবং এখানেই ‘জিনের বাদশা’ নাটকটি প্রথম বারের মত মঞ্চায়ন হলো। মঞ্চায়ন শেষে চিটাগাং ক্লাব চেয়ারম্যান শোভন এম শাহাবুদ্দিন রাজ বলেন, এই ধরণের সামাজিক নাটকগুলোতে অতীত কালের বিভিন্ন স্মৃতি ও অসঙ্গতি ফুটে উঠে। তিনি সিসিএল বিনোদন বিভাগের মেম্বার ইনচার্জ, নির্দেশক, অভিনয় শিল্পী ও নেপথ্যে ভূমিকা পালনকারীদের প্রশংসা করে ধন্যবাদ জানান। সিসিএল জেনারেল কমিটির সদস্য ইনচার্জ মোহাম্মদ শাহ্ একরাম সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেন ক্যাপ্টেন আমিরুল ইসলাম, মোহাম্মদ ফরহাত আব্বাস, প্রফেসর ডা. মু. বদিউল আলম, মঞ্জুরুল হক, মোহাম্মদ শাহ্ একরাম, নাসরিন সরওয়ার মেঘলা, ফারিন মাহমুদ, মো. মামুনুর রশীদ সাগর, ফাহমিদা জাফরীন, ফজলে ওয়ালি আহমেদ, শান্তা দাশ, অ্যাড. মো. জালালউদ্দীন রাসেল, সীমান্ত বড়ুয়া এবং মান্না সরকার। অভিনয় শিল্পীদের সর্বশেষ চারজন ব্যতীত সকলেই ছিলেন চিটাগাং ক্লাবের সদস্য ও তাঁদের পরিবারের সদস্য। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিটাগাং ক্লাব ভাইস চেয়ারম্যান মো. সৈয়দুল আনোয়ার ফরহাদ, এবং নির্বাহী কমিটির সদস্য জাবেদ হাসেম, চৌধুরী এম মাহতাব উদ্দিন হুমায়ুন, এ এ এম ইমতিয়াজ চৌধুরী, শেখ হাছান জামান, তৌফিক ফরহাদ নুর, দিলদার আহমেদ, মোহাম্মদ কামরুল ইসলাম, মোহাম্মদ মহিউদ্দিন প্রমুখ । প্রেস বিজ্ঞপ্তি।











