চিটাগাং ক্লাবে বাস্কেটবল টুর্নামেন্টের উদ্বোধন

| সোমবার , ৩০ নভেম্বর, ২০২০ at ১০:৫১ পূর্বাহ্ণ

চিটাগাং ক্লাব লিঃ অয়োজিত বার্ষিক বাস্কেটবল টুর্নামেন্ট গত ২৭ নভেম্বর শুক্রবার থেকে শুরু হয়েছে। এ উপলক্ষে বাস্কেটবল কোর্টে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চিটাগাং ক্লাব লিঃ ও দি পূর্বকোণ লি. এর চেয়ারম্যান জসিম উদ্দিন চৌধুরী। অনুষ্ঠানে চিটাগাং ক্লাবের ভাইস চেয়ারম্যান মঞ্জুরুল হক (মঞ্জু), বাস্কেটবল বিভাগের মেম্বার ইনচার্জ ইমতিয়াজ হাবিব (রনি) বক্তব্য রাখেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিটাগাং ক্লাব লিমিটেডের নির্বাহী কমিটি মেম্বার নুর উদ্দিন জাবেদ, মোসলেহউদ্দিন আহমেদ (অপু), এ.এম. ইমতিয়াজ চৌধুরী (রকি), আবু আহমেদ হাসনাত, সৈয়দ আহসানুল হক (শামিম), মো. রফিকুল ইসলাম মিয়া (বাবুল), আলি আহসান (সেলিম), মঞ্জুরুল আলম (পারভেজ) সহ বহু ক্রীড়ামোদি ক্লাব মেম্বারবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসিএসই’তে লেনদেন ২৪.৬৫ কোটি টাকা
পরবর্তী নিবন্ধস্কুল হকি লিগে জেএমসেন চ্যাম্পিয়ন