চিটাগাং ক্লাবে বার্ষিক বিলিয়ার্ড স্নুকার ও পুল টুর্নামেন্ট সম্পন্ন

| মঙ্গলবার , ২ ডিসেম্বর, ২০২৫ at ৬:১৬ পূর্বাহ্ণ

চিটাগাং ক্লাব লিমিটেড’র উদ্যোগে সিসিএল বারকোড বিলিয়ার্ড, স্নুকার, এইট এন্ড নাইন বল টুর্নামেন্টের চারটি ইভেন্টের ফাইনাল খেলা সম্পন্ন হয়। বিলিয়ার্ডে আয়াজ ইসলাম চৌধুরীকে ৩০ গেমে হারিয়ে ক্যাপ্টেন কাদের মাহমুদ চৌধুরী, এইট বল পুলে গোলাম সৌরভ চৌধুরীকে ১১১০ গেমে হারিয়ে আয়াজ ইসলাম চৌধুরী, নাইন বল পুলে বাবর আজিমকে ১১০৯ গেমে হারিয়ে নাফি বিন রিয়াজ এবং স্নুকারে শোভন এম শাহাবুদ্দিন (রাজ) কে ৬০ গেমে হারিয়ে ওয়াসেফ হোসেন খালেদ চ্যাম্পিয়নশিপ অর্জন করেন। উল্লেখ্য গত ২৭ অক্টোবর থেকে বারকোড এর পৃষ্ঠপোষকতায় এই টুর্নমেন্টের সূচনা হয়। গত ২১ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত ফাইনাল খেলাসমূহ সম্পন্ন হয়।

পূর্ববর্তী নিবন্ধপা ভেঙে মাঠের বাইরে আইতানা বনমাতি
পরবর্তী নিবন্ধহোটেল অ্যান্ড রেস্টুরেন্ট টি-টেন ক্রিকেটে কাশবন একাদশ চ্যাম্পিয়ন