চিটাগাং ক্লাবে বসন্ত উৎসব পালিত

| সোমবার , ১৭ ফেব্রুয়ারি, ২০২৫ at ৯:০২ পূর্বাহ্ণ

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে চিটাগাং ক্লাব লিঃ এর উদ্যোগে বসন্তকে স্বাগত জানিয়ে পালিত হলো বসন্ত ও ভ্যালেন্টাইন্স ডে ২০২৫ উৎসব। এ উপলক্ষে ১৩ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সন্ধ্যায় সংগীতানুষ্ঠানসহ নানা কর্মসূচি পালন করা হয় ক্লাব চত্বরে। সে সাথে বিশেষ আকর্ষণ ছিল কাপল ফটো সেশন। ক্লাব সদস্যদের সপরিবারে সরব উপস্থিতি আয়োজনকে আরো প্রাণবন্ত করে তোলে। অনুষ্ঠানে চিটাগাং ক্লাব চেয়ারম্যান শোভন এম শাহাবুদ্দিন রাজ চীফ হোস্ট হিসেবে বক্তব্য রাখতে গিয়ে বলেন, শীতের আমেজ শেষে বসন্তের আগমন আমাদের প্রত্যেকের জীবনের এক নতুন আশার সঞ্চার করে। প্রকৃতির এই নিয়মের মধেই খাপ খাইয়ে নিতে পারলেই সফলতা আমাদের আসবেই। অনুষ্ঠানে শুভেচ্ছা জানান সিসিএল ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সৈয়দুল আনোয়ার ফরহাদ। স্বাগত বক্তব্য রাখেন, বিনোদন বিভাগের মেম্বার ইনচার্জ মোহাম্মদ শাহ আকরাম। অন্যদের মধ্যে সিসিএল নির্বাহী কমিটির সদস্য জাবেদ হাশেম নান্নু, এ এ এম ইমতিয়াজ চৌধুরী (রকি), শেখ হাসান জামান, তৌফিক ফরহাদ নুর, দিলদার আহমেদ, মোহাম্মদ কামরুল ইসলাম ও মোহাম্মদ মহিউদ্দিন এবং বিনোদন সাব কমিটির সদস্যবৃন্দ, সাবেক চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান ও মেম্বার ইনচার্জবৃন্দ সহ ক্লাব সদস্যরা উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধদরবারে জিলানী শরীফে বায়েজিদ বোস্তামী ও মালেক শাহের ওরশ
পরবর্তী নিবন্ধ১৮ ফেব্রুয়ারি লালদীঘি ময়দানের সমাবেশ সফল করার আহ্বান