চিটাগাং ক্লাব লিমিটেডের ফুটবল বিভাগ আয়োজিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান দলের মধ্যে এক প্রীতি ফুটবল ম্যাচ গত ২৫ জানুয়ারী সন্ধ্যায় ক্লাব মাঠে অনুষ্ঠিত হয়। খেলায় চেয়ারম্যান দলকে ৩–১ গোলে হারিয়ে ভাইস চেয়ারম্যান দল জয়লাভ করে। এর আগে প্রধান অতিথি হিসেবে ম্যাচটির উদ্বোধন করেন চিটাগাং ক্লাব চেয়ারম্যান মিয়া মোহাম্মদ আব্দুর রহিম।
এই সময় বিশেষ অতিথি ছিলেন সিসিএল ভাইস চেয়ারম্যান জহিরুল ইসলাম চৌধুরী (আলমগীর) এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক মঞ্জুরুল আলম মঞ্জু। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিসিএল ফুটবল বিভাগের মেম্বার ইনচার্জ মোসলেহউদ্দিন আহমেদ (অপ)ু। এ সময় সালাউদ্দিন আহমেদ, মো. জাহিদ সুলতান (টিপু),আবু আহমদ হাসনাত, মোহাম্মদ এয়াকুব,মোহাম্মদ রফিকুল ইসলাম মিয়া (বাবুল), মো. সালামত উল্লাহ বাহার এবং ফজলে বারী খান রুবেল প্রমুখ উপস্থিত ছিলেন।