চিটাগাং ক্লাব ক্রিকেট বিভাগ আয়োজিত বার্ষিক সিসিএল শেল মেরিন লুব্রিক্যান্টস টেপ টেনিস ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী সম্প্রতি সম্পন্ন হয়। খেলায় কাপ চ্যাম্পিয়ন ও রানার্স আপ হয় যথাক্রমে প্রো এ্যাগ্রো ও সারা এ্যাগ্রো, প্লেট চ্যাম্পিয়ন ও রানার্স আপ হয় যথাক্রমে নাইট রাইডার্স মোটরস ও বারকোড। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চিটাগাং ক্লাব চেয়ারম্যান মিয়া মোহাম্মদ আব্দুর রহিম।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মোসলেহ উদ্দিন আাহমেদ (অপু)। এতে উপস্থিত ছিলেন জহিরুল ইসলাম চৌধুরী (আলমগীর), জাহিদ সুলতান (টিপু), আবু আহমেদ হাসনাত, এড.সাবরিনা চৌধুরী, মোহাম্মদ ইয়াকুব,মো. রফিকুল ইসলাম মিয়া (বাবুল), সালামত উল্লাহ বাহার,সুলতানুল আবেদীন চৌধুরী প্রমুখ।