চিটাগাং ক্লাবে জাতীয় স্কোয়াশ চ্যাম্পিয়নশিপের সমাপনী

| শনিবার , ২৭ নভেম্বর, ২০২১ at ৯:০১ পূর্বাহ্ণ

স্কোয়াশ ফেডারেশন আয়োজিত চিটাগাং ক্লাব আরাফ জাতীয় স্কোয়াশ জাতীয় চ্যাম্পিয়নশিপ গত ২৫ নভেম্বর চিটাগাং ক্লাবে সম্পন্ন হয়। দশ দিনব্যাপি প্রতিযোগিতায় ৩৩ টি জেলা থেকে ১৩৯ জন স্কোয়াশ খেলোয়াড় মোট ছয়টি গ্রুপে অংশ গ্রহন করেন। নক আউট পদ্ধতিতে পরিচালিত এ প্রতিযোগিতায় উন্মুক্ত পুরুষ গ্রুপে শরিয়তপুরের সুমন চ্যাম্পিয়ন ও গাজীপুরের শহীদ রানার্স আপ হন। মহিলা গ্রুপে সৈনিক মারজান চ্যাম্পিয়ন ও সৈনিক সুনিতা রানার্স আপ হওয়ার গৌরব অর্জন করেন। মেম্বারদের মধ্যে চিটাগাং ক্লাব মেম্বার সাজ্জাদ আরেফনি আলম এবং ওয়ালী যথাক্রমে চ্যাম্পিয়ান ও রানার্স আপ হয়েছেন। অপরদিকে ১৮ বছরের নীচে ছেলেদের মধ্যে রংপুরের মো. সোহাগ চ্যাম্পিয়ন ও বরিশালের মো. জাহিদ রানার্স আপ, ১৫ বছরের নীচে ছেলেদের গ্রুপে ওমাইর আহমেদ জালাল চ্যাম্পিয়ন ও মো. পারভেজ রানার্স আপ এবং মেয়েদের গ্রুপে সুইলা প্রিয়তা ও মেঘলা আকতার যথাক্রমে চ্যাম্পিয়ন ও রানার্স আপ হওয়ার গৌরব অর্জন করেন। চিটাগাং ক্লাব স্কোয়াশ কোর্টে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের বিএএফ ঘাঁটি জহুরুল হকের এয়ার অফিসার কমান্ডিং এয়ার ভাইস মার্শাল মো. জাহিদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন স্পন্সর আরাফ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ইমতিয়াজ হাবীব রনি ও চিটাগাং ক্লাবের চেয়ারম্যান নাদের খান চিপ হোস্ট হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া ফেডারেশনের সহ-সভাপতি মির্জা সালমান ইস্পাহানী, সাধারণ সম্পাদক ব্রিগেডিয়ার জেনারেল জি এম কামরুল ইসলাম, এসপিপি (অবঃ), টুর্নামেন্ট ও রুলস কমিটির সদস্য সাজ্জাদ আরেফিন আলম, চিটাগাং ক্লাবের নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান মঞ্জুরুল হক মঞ্জ,ু ক্লাব নির্বাহী কমিটি মেম্বার জাবেদ হাসেম নান্নু, সৈয়দ আহসানুল হক শামীম, মাহবুবুল কবির খান শান্তুনু, আলী আহসান সেলিম, মো. আজিজুল হাকীম, এ এ এম ইমতিয়াজ চৌধুরী রকি, মঞ্জুরুল আলম পারভেজ প্রমুখ উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধটিম আবুধাবির বিপক্ষে মধুর প্রতিশোধ বাংলা টাইগার্সের
পরবর্তী নিবন্ধহকিতে মুক্তিযোদ্ধা সংসদ লাল দলের বিশাল জয়