চিটাগাং ক্লাবে গ্র্যান্ড মিউজিক্যাল নাইটে মাতিয়ে গেলেন ভারতীয় তারকা দেবজিৎ

| শনিবার , ৮ অক্টোবর, ২০২২ at ৫:৫৮ পূর্বাহ্ণ

চিটাগাং ক্লাবে শত শত দর্শক শ্রোতাদের মাতিয়ে গেলেন ভারতীয় প্লেব্যাক গায়ক এবং জি টিভির রিয়েলিটি শো সা রে গা মা পা চ্যালেঞ্জ ২০০৫ এর চ্যাম্পিয়ন দেবজিৎ সাহা। গত ৬ অক্টোবর রাতে সিসিএল গ্র্যান্ড মিউজিক্যাল নাইট ২০২২ শিরোনামে এই সংগীতানুষ্ঠানের আয়োজক ছিল চিটাগাং ক্লাব বিনোদন বিভাগ। রাত সাড়ে ৮ টায় মঞ্চে উঠেন ভয়েজ অব ইন্ডিয়া খেতাব প্রাপ্ত এই সংগীত তারকা। একের পর এক ২০টির অধিক জনপ্রিয় গানে মুগ্ধ করে তোলে উপস্থিত দর্শক শ্রোতাদের। অনুষ্ঠানের শুরুতে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে এই সংগীত তারকাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান চিটাগাং ক্লাব চেয়ারম্যান ও বিনোদন বিভাগের মেম্বার ইনচার্জ নাদের খান। অনুষ্ঠানে চিটাগাং ক্লাবের ভাইস চেয়ারম্যান জহিরুল ইসলাম চৌধুরী (আলমগীর) এবং জেনারেল কমিটির সদস্য যথাক্রমে জাবেদ হাসেম (নান্নু), ডা. ফাহিম হাসান রেজা, অ্যাডভোকেট সাবরিনা চৌধুরী, মো. আজিজুল হাকিম, সালাউদ্দিন আহমেদ, মো. জাহিদ সুলতান (টিপু), সৈয়দ আরশাদুল হক, এস এম শফিউল আজম প্রমুখ সহ বহু ক্লাব সদস্য সপরিবারে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বিনোদন বিভাগের কনভেনার সালামত উল্লাহ বাহার। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধব্যান্ড ডেমোক্রেটে মৌলিক গান ‘জোছনা রাতে’
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় মাওলানা বশির উল্লাহ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন