চিটাগাং ক্লাব লিমিটেড আয়োজিত কর্পোরেট টেবিল টেনিস এবং ব্যাডমিন্টন টুর্নামেন্ট গতকাল ১২ নভেম্বর শুক্রবার থেকে শুরু হয়েছে। বাণিজ্যিক প্রতিষ্ঠান পেডরোলো এ টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতা করছে। এ উপলক্ষে গত ১১ নভেম্বর স্পোর্টস কমপ্লেক্স মিলনায়তনে এক টিম মিটিং ও লটারী অনুষ্ঠান সম্পন্ন হয়। এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন টেবিল টেনিস বিভাগের মেম্বার ইনচার্জ জাবেদ হাসেম নান্নু এবং ব্যাডমিন্টন বিভাগের মেম্বার ইনচার্জ এ এ এম ইমতিয়াজ চৌধুরী রকি। অনুষ্ঠানে টুর্নামেন্ট কো-অর্ডিনেটর ও টেবিল টেনিস সাব কমিটির কনভেনর ইঞ্জিনিয়ার ফজলে রাব্বি খান সাজ্জাদ টুর্নামেন্টের যাবতীয় নিয়মকানুন নিয়ে বিস্তারিত তথ্য উপস্থাপন করেন এবং লটারি পরিচালনার মাধ্যমে খেলার ফিকচার গ্রুপিং নির্ধারন করেন। অন্যান্যদের মধ্যে সিসিএল জেনারেল কমিটির মেম্বার মাহবুবুল কবির খান শান্তুনু, আলী আহসান সেলিম এবং আজিজুল হাকীমসহ টুর্নামেন্টে অংশগ্রহণকারী ৯টি কর্পোরেট টিমের খেলোয়াড়বৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অংশগ্রহণকারী টিমগুলো হচ্ছে: বিএসআরএম, লংকা বাংলা,প্রাইম ব্যাংক লিঃ, দি সিটি ব্যাংক লিঃ, গ্রামীণ ফোন লিঃ, বাংলা লিংক, স্ট্যান্ডার্ট চাটার্ড ব্যাংক লিঃ, ব্যাংক এশিয়া, সিসিএল (রেড) এবং সিসিএল (গ্রীন)। উল্লেখ্য আগামী ২০ নভেম্বর এই টুর্নামেন্ট সম্পন্ন হবে।