চিটাগাং ক্লাবে সিসিএল রিটজি এইটবল পুল এন্ড স্নুকার চ্যাম্পিয়নশিপের পুল ফাইনাল খেলা গত ২৯ অক্টোবর বুধবার রাতে সম্পন্ন হয়। সিসিএল পুল রুমে প্রায় দুই ঘন্টা স্থায়ী এই উত্তেজনাপূর্ণ খেলায় নাফি বিন রিয়াজকে ১১–১০ গেমে হারিয়ে চ্যাম্পিয়নশিপ অর্জন করেন আয়াজ ইসলাম চৌধুরী। খেলায় উপস্থিত ছিলেন চিটাগাং ক্লাব চেয়ারম্যান শোভন এম শাহাবুদ্দিন (রাজ), সিসিএল স্নুকার বিভাগের মেম্বার ইনচার্জ চৌধুরী এম মাহতাব উদ্দিনসহ বহু ক্রীড়ামোদি ক্লাব সদস্য।












