চিটাগাং ক্লাবে এইটবল পুল এন্ড স্নুকারে চ্যাম্পিয়ন আয়াজ, রানার আপ নাফি

| রবিবার , ২ নভেম্বর, ২০২৫ at ৮:৪০ পূর্বাহ্ণ

চিটাগাং ক্লাবে সিসিএল রিটজি এইটবল পুল এন্ড স্নুকার চ্যাম্পিয়নশিপের পুল ফাইনাল খেলা গত ২৯ অক্টোবর বুধবার রাতে সম্পন্ন হয়। সিসিএল পুল রুমে প্রায় দুই ঘন্টা স্থায়ী এই উত্তেজনাপূর্ণ খেলায় নাফি বিন রিয়াজকে ১১১০ গেমে হারিয়ে চ্যাম্পিয়নশিপ অর্জন করেন আয়াজ ইসলাম চৌধুরী। খেলায় উপস্থিত ছিলেন চিটাগাং ক্লাব চেয়ারম্যান শোভন এম শাহাবুদ্দিন (রাজ), সিসিএল স্নুকার বিভাগের মেম্বার ইনচার্জ চৌধুরী এম মাহতাব উদ্দিনসহ বহু ক্রীড়ামোদি ক্লাব সদস্য।

পূর্ববর্তী নিবন্ধ১৫০০ রানার নিয়ে কক্সবাজার ম্যারাথন প্রতিযোগিতা সম্পন্ন
পরবর্তী নিবন্ধইপিজেডে পার্ক বাংলা টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন