চিটাগাং এক্স শাহীন এসোসিয়েশন কার্যকরী পরিষদের প্রথম সভা গত ৮ আগস্ট নগরীর একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। সংগঠন সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ এনামুল হকের সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ওয়াহিদ মাহমুদ। শুরুতে মরহুম অধ্যক্ষ মোহাম্মদ নাসির উদ্দীন, মাইলস্টোন ট্র্যাজেডি এবং সিনিয়র সহসভাপতি ইকবাল হোসেনের বোনের মৃত্যুতে শোক প্রস্তাব গৃহীত হয়। এতে উপদেষ্টা পরিষদসহ কয়েকটি কমিটি পুনর্গঠন করা হয়। বক্তব্য দেন, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. তারেক আহমেদ, সাংগঠনিক সম্পাদক মো. রেজাউল করিম রাশেদ, সহ সাংগঠনিক সম্পাদক সালাহ উদ্দিন মাহমুদ নিজাম, সমাজ কল্যাণ সম্পাদক ইসমাঈল চৌধুরী, অর্থ সম্পাদক স্বরূপ সুপান্থ, অফিস সম্পাদক মশিউর রহমান রাজু, সাংস্কৃতিক সম্পাদক মুহিদুল ইসলাম আরকান, প্রকাশনা সম্পাদক মো. শোয়েব উদ্দিন খান। উপস্থিত ছিলেন মো. মিজানুর রহমান, সদরুল আমিন, সাইফুর রহমান, চৌধুরী মো. ফজলে রাব্বি, লুৎফুন্নেসা, মুহিদুল ইসলাম আরকান, জসিম খন্দকার এবং মো. ফয়সাল আহমেদ দোলন। প্রেস বিজ্ঞপ্তি।