চিটাগাং এক্স শাহীন এসোসিয়েশনের বার্ষিক সাধারন সভা ও কার্যকরী পরিষদের অভিষেক অনুষ্ঠান বন্দর রিপাবলিক ক্লাবে সংগঠনের সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ এনামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন বিএএফ শাহীন কলেজের অধ্যক্ষ গ্রুপ ক্যাপ্টেন আতাহারুল কবীর।
বিশেষ অতিথি ছিলেন চবি বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. নাসিম হাসান, উপাধ্যক্ষ অন্জন কুমার দাশ, সাবেক উপাধ্যক্ষ মো. আবু সাঈদ, শিক্ষক শামসুন নাহার বাবলী, কলেজের অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক নাসরীন বানু প্রমুখ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপদেষ্টা মোহাম্মদ মাহমুদ আলম, মোশতাক আহমদ তালুকদার, ইকবাল হোসেন, কাস্টম্স- এর অতিরিক্ত কমিশনার মো. মাহফুজুল হক, ওয়াহিদ মাহমুদ, মো. রেজাউল করিম রাশেদ, একেএম আবুল বাশার সোহেল, মো. শোয়েব উদ্দিন খান, অ্যাডভোকেট আবু আনিস খান ও প্রফেসর গোফরান উদ্দিন টিটু প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সৈয়দা নারগিস সুলতানা বীনু ও গুলশান জাহান এবং মোহাম্মদ শফিউল আলম রানা। প্রেস বিজ্ঞপ্তি।