চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (সিডব্লিওসিসিআই) সঙ্গে ডিজঅ্যাবল ডেভেলপমেন্ট অ্যান্ড রিচার্স সেন্টারের (ডিডিআরসি) মতবিনিময় সভা গতকাল বুধবার সকাল ১১টায় সিডব্লিওসিসিআইয়ের বোর্ড রুমে অনুষ্ঠিত হয়। এসময় সভাপতির বক্তব্যে সিডব্লিওসিসিআইয়ের সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট আবিদা মোস্তফা বলেন, বর্তমানে সরকারি নিয়মানুয়ায়ী প্রাইভেট সেক্টরে ১০% কোটা পূরণ করতে পারলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ৫% কর রেয়াতের সুবিধা আছে। কিন্তু বাংলাদেশের পরিসখ্যান অনুযায়ী প্রতিবন্ধী কোটা ১০% পরিপূর্ণ করা কোনোভাবেই সম্ভব নয়। এছাড়া সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে প্রতিবন্ধী নিয়ে কাজ করা সংস্থাগুলোকে যে পরিমাণ বার্ষিক অনুদান প্রদান করা হয় তা খুবই অপ্রতুল। এই অনুদানের পরিমাণ বৃদ্ধি করা অতীব জরুরি।
আলোচনায় অংশ নেন চিটাগাং উইম্যান চেম্বারের পরিচালক রেবেকা নাসরিন, ডিডিআরসির নির্বাহী পরিচালক শহিদুল ইসলাম সাজ্জাদ, সিডিডির ম্যানেজার এস এম আলী হাসনাইন ফাতমী। সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিডব্লিওসিসিআইয়ের সদস্য বেবী হাসান, চৌধুরী জুবাইরা সাকী জিপসী, সিডিডির শেখ গোলাম মহিউদ্দিন, ডিডিআরসির মো. মোজাম্মেল আহম্মেদ ও মো. মনিরুজ্জামান। প্রেস বিজ্ঞপ্তি।