চিটাগাং উইম্যান চেম্বারে হেল্পডেস্ক কার্যক্রম শুরু

| বুধবার , ২৭ জানুয়ারি, ২০২১ at ৭:৪৬ পূর্বাহ্ণ

চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিতে গতকাল মঙ্গলবার বেলা ১১টায় আইপিডিসি সিএমএসএমই ঋণ হেল্পডেস্ক কার্যক্রম শুরু হয়েছে। সেকেন্ড স্মল অ্যান্ড মিডিয়াম সাইজড এন্টারপ্রাইজ ডেভলপমেন্ট প্রজেক্ট (্‌এসএমইডিপি-২) শীর্ষক প্রকল্পের আওতায় বাংলাদেশ ব্যাংকের সহযোগিতায় এবং আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের উদ্যোগে দেশে প্রথমবারের মত নারী উদ্যোক্তাদের জন্য এই হেল্পডেস্ক স্থাপন করা হয়েছে।
এদিন আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের পক্ষে এ্যাসিস্টেন্ট রিলেশনশিপ ম্যানেজার শ্রীতম সাহা এবং এ্যাসিস্টেন্ট বিজনেস ডেভলপমেন্ট অফিসার সাবরিনা খান প্রায় ১৫ জন নারী উদ্যোক্তাকে ঋণ সংক্রান্ত তথ্য দেন। এছাড়া ঋণগ্রহীতাদের কাছ থেকেও তাদের ব্যবসায়িক তথ্য সংগ্রহ করা হয়। সিএমএসএমই ঋণ হেল্পডেস্ক প্রতি মঙ্গলবার বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত সকল খাতের নারী উদ্যোক্তাদের ঋণ সংক্রান্ত পরামর্শ দেবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচিটাগাং ল’ একাডেমির প্রতিষ্ঠাবার্ষিকী
পরবর্তী নিবন্ধতারেক সোলায়মান সেলিমের পরিবারের পাশে সুজন