চিটাগাং উইম্যান চেম্বারের পরিচালনা পর্ষদের নির্বাচন (২০২৫–২০২৭) আগামী ১২ জানুয়ারি অনুষ্ঠিত হবে। গত ১৫ সেপ্টেম্বর চিটাগাং উইম্যান চেম্বারের প্রেসিডেন্ট মনোয়ারা হাকিম আলীর সভাপতিত্বে বর্তমান পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত গৃহিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে পরিবেশ অধিদপ্তরের পরিচালক (উপ সচিব) নাসিম ফারহানা শিরীনকে প্রধান নির্বাচন কমিশনার করে তিন সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা বোর্ড গঠন করা হয়। অ্যাডভোকেট দিল আফরোজকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট নির্বাচনী আপিল বোর্ড গঠন করা হয়। তারা আগামী ১৫ অক্টোবর পরবর্তী ৯০ দিনের মধ্যে নির্বাচনের আনুষ্ঠানিকতা শেষ করবেন। উল্লেখ্য, বর্তমান পরিচালনা বোর্ডের মেয়াদ শেষে স্বাভাবিক নিয়মে এই নির্বাচন অনুষ্ঠিত হবে। সভায় অন্যান্যদের মধ্যে চিটাগাং উইম্যান চেম্বারের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আবিদা মোস্তফা ও ডা. মুনাল মাহবুব, ভাইস প্রেসিডেন্ট নিশাত ইমরান, শামীম মোর্শেদ, সীমা খাতুন, লুৎমিলা ফরিদ ও পরিচালকমণ্ডলীর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।