চিটাগাং উইম্যান চেম্বার গতকাল বুধবার ভালোবাসায় বসন্ত উৎসব উদযাপন করে। আগ্রাবাদ এঙেস রোডস্থ একটি কনভেনশন হলে অনুষ্ঠানের আয়োজন হয়। এতে চিটাগাং উইম্যান চেম্বারের প্রেসিডেন্ট ইনচার্জ ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আবিদা মোস্তফার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাবেক এমপি সাবিহা মুছা। বিভিন্ন খেলাধুলা, সাজ প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে উৎসব আনন্দমুখর হয়ে উঠে। শেষভাগে বিজয়ী প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বসন্ত সাজ প্রতিযোগিতায় সাবেক এমপি সাবিহা মুছা, ভাইস প্রেসিডেন্ট শামীম মোরশেদ, পরিচালক বেবি হাসান যথাক্রমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করেন। বল নিক্ষেপ প্রতিযোগিতায় প্রথম হয়েছেন ফারজানা আফরোজ নীলা, দ্বিতীয় শিরীণ আক্তার শিল্পী ও তৃতীয় হুমায়রা জান্নাত। পিলো পাসিং প্রতিযোগিতায় অহনা, শিশির ও শামসুন নাহার যথাক্রমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন। মিউজিক্যাল চেয়ার প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করেন নুসরাত নাহার, হুমায়রা জান্নাত ও উর্মিলা বড়ুয়া। প্রেস বিজ্ঞপ্তি।












