চিটাগাং উইম্যান চেম্বারের বিজয় উৎসবের সমাপনী অনুষ্ঠান

| শনিবার , ৩১ ডিসেম্বর, ২০২২ at ৫:২১ পূর্বাহ্ণ

চিটাগাং উইম্যান চেম্বারের উদ্যোগে পাহাড়তলী শেখ রাসেল শিশু পার্কে ১৫ দিনব্যাপী বিজয় উৎসবের আয়োজন করা হয়। গত ৩০ ডিসেম্বর শেখ রাসেল শিশু পার্কের মুক্ত মঞ্চে সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিজয় দিবস উদযাপন কমিটির চেয়ারপার্সন ও চিটাগাং উইম্যান চেম্বারের সদস্য চৌধুরী জুবাইয়ারা সাকী জিপসীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চিটাগাং উইম্যান চেম্বারের প্রেসিডেন্ট ইনচার্জ ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আবিদা মোস্তফা। প্রধান অতিথি বলেন, মুক্তিযুদ্ধের বিজয় আমাদের বাঙালি জাতির অহংকার। বিশেষ অতিথির বক্তব্যে চিটাগাং উইম্যান চেম্বারের পরিচালক নূজহাত নূয়েরী কৃষ্টি বলেন, আমরা এ বছর ১৫ দিনব্যাপী বিজয় উৎসব আয়োজন করতে পেরে খুবই আনন্দিত। আপনাদের সার্বিক সহযোগিতা পেলে এই মঞ্চে আমরা প্রতি বছর আমাদের কর্মকাণ্ড চালিয়ে যাব। স্বাগত বক্তব্য দেন, চিটাগাং উইম্যান চেম্বারের সদস্য সিতারা রহমান এবং শুভেচ্ছা বক্তব্য দেন, সদস্য শিরিন আক্তার শিল্পী। ১৫ দিনব্যাপী অনুষ্ঠানে বিভিন্ন সংগঠনের মধ্যে মৈত্রী খেলাঘর, সানরাইজ সোশ্যাল অর্গানাইজেশন, জুনিয়র ব্লাড ফাউন্ডেশন, গাউসিয়া ব্লাড ডোনার্স ফাউন্ডেশন, মানব সেবাই হোক আমাদের অহংকার, এসএসসি ৮৫ চট্টগ্রাম ও এসএসসি ৯৪ চট্টগ্রাম অংশগ্রহণ করেন। অনুষ্ঠানমালার মধ্যে ছিল মুক্তিযুদ্ধের গল্প বলা, চলচ্চিত্র প্রদর্শনী, চিত্রাংকন, রচনা, পিঠা উৎসব প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। চিত্রাংকন প্রতিযোগিতা ‘ক’ বিভাগে যথাক্রমে ১ম, ২য় ও ৩য় স্থান অধিকার করেন অপরাজিতা দাশ পূর্বা, ইকরা আলম ও অপরাজিতা দাশ। চিত্রাংকন প্রতিযোগিতা ‘খ’ বিভাগে যথাক্রমে ১ম, ২য় ও ৩য় স্থান অধিকার করেন এস এম মাহবুব আলম, তাসনিম জাহিন ইউনা ও শাহাজাদা ইফরাত। রচনা প্রতিযোগিতা ‘ক’ বিভাগে যথাক্রমে ১ম, ২য় ও ৩য় স্থান অধিকার করেন মুনতাহা ইয়াসমিন, সামিহা জান্নাত আফরিন ও শাহাজাদা ইয়ামিন। রচনা প্রতিযোগিতা ‘খ’ বিভাগে যথাক্রমে ১ম, ২য় ও ৩য় স্থান অধিকার করেন এস এম মাহবুব আলম, রাইসা আল হিমিকা ও তাসনিম জাহিন ইউনা এবং পিঠা উৎসব প্রতিযোগিতায় যথাক্রমে ১ম, ২য় ও ৩য় স্থান অধিকার করেন ক্রিয়েটিভিটি, দেশী কিচেন ও বিস্‌মিল্লাহ্‌ পিঠা ঘর। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে বাইক আরোহীর মৃত্যু
পরবর্তী নিবন্ধদেশকে পাকিস্তানি ভাবধারায় নিয়ে যেতে চায় বিএনপি জোট