চিটাগাং ইডেন ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

| সোমবার , ১৩ জানুয়ারি, ২০২৫ at ৮:৩৯ পূর্বাহ্ণ

পশ্চিম বাকলিয়ার সামাজিক সংগঠন চিটাগং ইডেন ক্লাবের ৩৫ বছর উদযাপন স্থানীয় মাঠে ৩ দিনব্যাপী অনুষ্ঠানমালার মধ্যদিয়ে গত ১০ জানুয়ারি সম্পন্ন হয়। ক্লাব সভাপতি মাসুদ পারভেজ খোকার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগ চট্টগ্রামের উপপরিচালক মো. নোমান হোসেন। প্রধান বক্তা ছিলেন উপপুলিশ কমিশনার (দক্ষিণ) শাকিলা সোলতানা। বিশেষ অতিথি ছিলেন চকবাজার থানার অফিসার ইনচার্জ মো. আজিজ, চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব জাহেদুল করিম কচি, লায়ন আবদুল গাফফার, ক্লাবের স্থায়ী কমিটির চেয়ারম্যান মো. শাহজাহান হায়দার,মোহাম্মদ সোহেল। সংবর্ধিত অতিথি ছিলেন ক্লাবের স্থায়ী কমিটির সদস্য ড. জুলফিকার আলী। অতিথি ছিলেন বেলাল হোসেন চৌধুরী, মীর রেজাউল ইসলাম শালুক, এসএম আহসানুল কবির চৌধুরী টিটু প্রমুখ। বক্তারা বলেন, চিটাগং ইডেন ক্লাবের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড সমাজ তথা রাষ্ট্র গঠনে প্রশংসনীয় ভূমিকা রাখে। অতিথিবৃন্দ ক্লাবের বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মধ্যে পুরস্কার ও সনদ বিতরণ করেন। শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপদ্মা অয়েল কোম্পানি লিমিটেডের ৫৫তম বার্ষিক সাধারণ সভা
পরবর্তী নিবন্ধফাঁসি দিবসে মাস্টারদা সূর্যসেনের প্রতি শ্রদ্ধা