চিটাগং স্যোসাল বিজনেস সেন্টারের ইজিএম ও বোর্ড মিটিং

এম এ মালেক চেয়ারম্যান, আমীর হুয়ায়ুন মাহমুদ এমডি

| রবিবার , ৪ মে, ২০২৫ at ৬:৩৯ পূর্বাহ্ণ

চিটাগাং সোশ্যাল বিজনেস সেন্টার লিমিটেডের বিশেষ সাধারণ সভা গতকাল শনিবার দৈনিক আজাদীর কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়। কেন্দ্রের বোর্ড সদস্য এম এ মালেক সভার সভাপতিত্ব করেন এবং ব্যবস্থাপনা পরিচালক আমির হুমায়ূন মাহমুদ চৌধুরী বিশেষ সাধারণ সভার এজেন্ডা উপস্থাপন করেন।

সভায় উপস্থিত সদস্যদের মধ্যে সেন্টারের ভবিষ্যৎ পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের উদ্যোগ নিয়ে আলোচনা করা হয়। সদস্যরা সেন্টারে বিগত দিনের নানা কার্যক্রম নিয়ে আলোচনা এবং সফলতা ব্যর্থতা নানা দিক তুলে ধরেন। সকল আলোচনার পর নতুন বোর্ড গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়।

নবনির্বাচিত বোর্ডের সদস্যরা হলেন এম এ মালেক, আমির হুমায়ুন মাহমুদ চৌধুরী, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকআজম (বীর প্রতীক), . মুহাম্মদ কামাল উদ্দিন, ওসমান গনি মুনসুর, পারভিন মাহমুদ, মোস্তাক হোসেইন, এমরান মিয়া চৌধুরী, এডভোকেট জিয়া হাবিব আহসান, ইয়াছিন মাবুদ, আবিদা সুলতানা।

একইদিন বোর্ড সভা অনুষ্ঠিত হয় এবং সর্বসম্মতি সিদ্ধান্তে এম এ মালেককে কেন্দ্রের চেয়ারম্যান ও আমির হুমায়ূন মাহমুদ চৌধুরীকে কেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক এবং মোস্তাক হোসেনকে ফিন্যান্স পরিচালক হিসেবে মনোনীত করা হয়।

উক্ত সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রের সর্বশেয়ারহোল্ডার ফয়সাল মোহাম্মদ আশরাফ, আমিনুল হক, মো. নুরুল আলম রহিম, আব্দুল বাতেন, নাসির উদ্দিন চৌধুরী, জিয়াউদ্দিন খালেক চৌধুরী, মুজিবুল কাদের, মো. মিজানুর রহমান, মো. নাসির উদ্দিন, মো. আমজাদ হোসেন ও কোম্পানির সেক্রেটারি মো. আবু সাঈদ সুজন। শেষে নতুন চেয়ারম্যানকে সকলে ধন্যবাদ জানিয়ে সভা শেষ করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধঅবশেষে অতীশ দিপংকর হল উন্মুক্ত হলো শিক্ষার্থীদের জন্য
পরবর্তী নিবন্ধর‌্যাংকিংয়ে আয়ারল্যান্ডের কাছে জায়গা হারালো বাংলাদেশ