‘নারীর সম অধিকার সম সুযোগ এগিয়ে নিতে হোক বিনিয়োগ’–এই প্রতিপাদ্য সামনে রেখে চিটাগং ইউনিভার্সিটি এক্স স্টুডেন্টস ক্লাব প্রথমবারের মতো আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করেছে। গত শুক্রবার বিকেলে পল্টনস্থ প্রীতম জামান টাওয়ারস্থ ক্লাব প্রাঙ্গণে এ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দিনটি উদযাপিত হয়েছে। ক্লাবের সহ–সভাপতি ভিকারুননেছা চিনুকে আহবায়ক এবং ক্লাবের মহিলা বিষয়ক সম্পাদক নার্গিস আখতার রুমাকে সদস্য সচিব করে উদযাপন কমিটি গঠিত হয়। এদিন কেক কেটে অনুষ্ঠান উদ্বোধন হয়। সদস্য সচিব নার্গিস আখতার রুমার সঞ্চালনায় আলোচনায় অংশ নেন ডেইজি আক্তার, শামীমা আক্তার ফেন্সী,শাহবুদদিন আরিফ প্রমুখ। এসময় ক্লাবের প্রতিষ্ঠিত নারী সদস্যরা তাঁদের জীবনের অভিজ্ঞতা আর সমাজ বাস্তবতায় নারীর সম অধিকার অর্জনের পেছনের গল্প শুনিয়েছেন। একইসাথে নারীদের জন্য ভবিষ্যতের পথ মসৃণ করতে শ্রম, মেধা আর অর্থনৈতিক বিনিয়োগের নির্দেশিকা কেমন হওয়া উচিৎ তা নিয়েও আলোকপাত করেন। এছাড়াও ক্লাবের সর্বস্তরের সদস্য তথা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রীদের উন্মুক্ত আলোচনা ও সাংস্কৃতিক পরিবেশনায় মুখর হয়ে ওঠে ক্লাব প্রাঙ্গণ। প্রেস বিজ্ঞপ্তি।