চিকিৎসার নামে জনগণের সাথে প্রতারণার অভিযোগে দোহাজারীতে ১ জনকে ২ মাসের কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম মোঃ জসিম উদ্দীন।
আজ সোমবার দুপুরে চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার সিটি সেন্টারের জসিম ডেন্টাল কেয়ার নামক প্রতিষ্ঠানে এ অভিযান পরিচালিত হয়। একইদিন দোহাজারী স্টেশন রোড এলাকায় পৃথক মোবাইল কোর্টে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্য প্রস্তুত, মেয়াদোত্তীর্ণ ও উৎপাদনের তারিখ বিহীন পণ্য সামগ্রী মজুদ ও বিক্রির জন্য প্রদর্শন করায় ৪ প্রতিষ্ঠান মালিককে ২১ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
জানা যায়, দোহাজারী সিটি সেন্টারের জসিম ডেন্টাল কেয়ার নামক প্রতিষ্ঠানের মোঃ জসিম উদ্দীন লাইসেন্স ও অনুমোদন ব্যতিত অপচিকিৎসা প্রদানের মাধ্যমে জনগণেরর সাথে প্রতারণা করে আসছিল।
এ খবর গোপন সূত্রে পেয়ে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমা আজ সোমবার দুপুরে মোবাইল কোর্ট পরিচালনা করেন।
এ সময় জসিমের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় এবং লাইসেন্স ও অনুমোদনহীনভাবে অপচিকিৎসা করায় মেডিক্যাল ও ডেন্টাল কাউন্সিল আইন ২০১০ এর সংশ্লিষ্ট ধারায় দুই মাসের কারাদণ্ড প্রদান করা হয়। একইদিন দোহাজারী স্টেশন রোড এলাকায় পৃথক অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্য প্রস্তুত, মেয়াদোত্তীর্ণ ও উৎপাদনের তারিখবিহীন পণ্য সামগ্রী মজুদ ও বিক্রির জন্য প্রদর্শন করায় ৪ ব্যবসা প্রতিষ্ঠান মালিককে ২১ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অর্থদণ্ড প্রাপ্তরা হলেন, মোঃ নেজাম উদ্দীনের শেরে বাংলা হোটেল ৫ হাজার, বিছমিল্লাহ হোটেলের আবদুর রহিমকে ৩ হাজার, মেসার্স এফ এল ট্রেডার্সের মোঃ ফরমান উল ইসলামকে ১০ হাজার, দোলন সেনকে ৩ হাজারসহ মোট ২১ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
মোবাইল কোর্ট পরিচালনাকালে দোহাজারী হাসপাতালের আরএমও ডাঃ আহমেদ তানজিমুল ইসলাম, নিরাপদ খাদ্য পরিদর্শক মাজেদা বেগম, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোহাম্মদ ইলিয়াছ ও উপজেলা ভূমি অফিসের সহকারী রিগ্যান শীল উপস্থিত ছিলেন। দোহাজারী তদন্ত কেন্দ্রের একটি দল এবং উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা কর্মচারীরা অভিযানে সার্বিক সহযোগিতা করেন।