চিকিৎসা সহায়তায় চসিকের হটলাইন

আতংকিত না হয়ে স্বাস্থ্যবিধি মেনে চলুন : মেয়র

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ১ জুলাই, ২০২১ at ৬:৩২ পূর্বাহ্ণ

লকডাউনে নগরবাসীর চিকিৎসা সহায়তায় হটলাইন নম্বর (৬৩৪৫৮৪) চালু করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। নম্বরটিতে কল করে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা গ্রহণ বা পরামর্শ নিতে পারবেন নগরবাসী। করোনা ভ্যাকসিন প্রদান কার্যক্রম কমিটির তৃতীয় সভায় সভাপতির বক্তব্যে এ তথা জানান সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী। গতকাল নগরীর টাইগারপাসস্থ চসিকের অস্থায়ী কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা হয়েছে।
এসময় মেয়র বলেন, করোনা রোগীরা লালদিঘী পাড়ে স্থাপিত চসিকের আইসোলেশন সেন্টার থেকে চিকিৎসা নিতে পারবেন। এখানে পর্যাপ্ত চিকিৎসক, নার্স ও স্টাফসহ অ্যাম্বুলেন্স সার্ভিস, রোগীদের বিনামূল্যে খাবার ও ওষুধের ব্যবস্থা রয়েছে।
নগরবাসীর উদ্দেশে মেয়র বলেন, সংক্রমণ বাড়ছে। তারপরও আমাদের মধ্যে করোনা ভীতি কেটে গেছে। এই প্রবণতা ভাল নয়। বৃহস্পতিবার থেকে সরকার ঘোষিত কঠোর লকডাউন কর্মসূূচী নিজের সুরক্ষার স্বার্থে শতভাগ মেনে চলুন। আতংকিত না হয়ে নিজে ও অপরের সুরক্ষা নিশ্চিত করুন।
তিনি বলেন, ওয়ার্ড কাউন্সিলরগণও নগরবাসীকে সচেতন করতে সক্রিয় ভূমিকা রাখবেন। ওয়ার্ডে ওয়ার্ডে সচেতনতায় লিফলেট বিলির পাশাপাশি মাইকিং করা হবে। প্রয়োজনে আরো আইশোলেসান সেন্টার স্থাপন করা হবে। তিনি বলেন, সিটি কর্পোরশেনের স্বাস্থ্যবিভাগ করোনার টিকা প্রদানের ক্ষেত্রে বেশ সাফল্য দেখিয়েছে। আগামীতেও ইতিবাচক ভূমিকা রাখবেন এটা আমার প্রত্যাশা।
চসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা.সেলিম আকতার চৌধুরীর সঞ্চলনায় সভায় আরো বক্তব্য রাখেন প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শহীদুল আলম, বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবির, কাউন্সিলর ড.নিছার উদ্দিন আহমেদ মঞ্জু, শাহেদ ইকবাল বাবু, সিভিল সার্জন শেখ ফজলে রাব্বী, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) এ.এস.এম জামশেদুল খন্দকার, মেয়রের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেম, চট্টগ্রাম মেডিকেল কলেজের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. রাজীব পালিত প্রমুখ।
ডা.হাসান শাহরিয়ার কবির বলেন, আমাদের এবার যে কোনোভাবে সরকারি নির্দেশনা মানতে হবে। না হয় বিপদের সম্ভাবনা রয়েছে। তিনি বলেন, মঙ্গলবারও চট্টগ্রাম বিভাগে ১৫ জনের মতো মৃত্যুবরণ করেছে। আজও (গতকাল) সংক্রমণের হারও ২৯ শতাংশ। কাজেই অযথা ঘুরাঘুরি বন্ধ করা ও মাস্ক পরিধানের বিকল্প আর কোন পথ নাই। তিনি নগরবাসীকে সাবধানতা অবলম্বনের পাশাপাশি আতংকিত না হওয়ার আহবান জানান। তিনি বলেন, আমাদের কাছে এখনো পর্যাপ্ত অঙিজেন সংগ্রহ আছে।
মোহাম্মদ শহীদুল আলম বলেন, আমাদের দায়িত্ব হলো সরকারি নির্দেশনা পালন ও বাস্তবায়ন করা। তবে কর্পোরেশনকে নগরবাসীর স্বার্থে জরুরি সেবাসমূহ চালু রাখতে হবে। যেমন নগরের স্বাস্থ্যসেবা ও পরিচ্ছন্ন কার্যক্রম।
ডা.সেলিম আকতার চৌধুরী সভায় জানান, সাবেক মেয়র মনজুর আলম তাঁর প্রতিষ্ঠান আলহাজ্ব মোস্তফা হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পক্ষ থেকে নগরীর গুরুতর কোভিড রোগীদের চিকিৎসার জন্য বিনামূল্যে কর্পোরশেনের স্বাস্থ্য বিভাগকে অঙিজেন সরবরাহ করতে চান।

পূর্ববর্তী নিবন্ধডিসেম্বরের মধ্যে টিকা পাবে ৫ কোটি মানুষ : স্বাস্থ্যমন্ত্রী
পরবর্তী নিবন্ধআবারো জলাবদ্ধতার চিরচেনা ভোগান্তি