চিকিৎসা শেষে ফিরছিলেন বাড়ি, সড়কে প্রাণ গেল চাচা-ভাতিজার

হাটহাজারী প্রতিনিধি | সোমবার , ২৪ নভেম্বর, ২০২৫ at ৭:০৪ পূর্বাহ্ণ

হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় ইফতেখার হাসান রাহাত (৩০) ও মাহমুদুল হাসান আবেদ (৩৫) নামে দুইজনের মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে চাচাভাতিজা। গত শনিবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে হাটহাজারী থানাধীন চিকনদন্ডী ইউনিয়নের লালিয়ারহাট মিস্ত্রি ঘাটা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাহাত হাটহাজারী পৌরসভার আলীপুর চাঁনগাজী চৌধুরী বাড়ির মোহাম্মদ ইউছুপের পুত্র এবং আবিদুল হাসান ওই বাড়ির মৃত নুর আহমদ সওদাগরের পুত্র। নুর আহমদ সওদাগরও দুই বছর পূর্বে দু্‌বাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছিলেন।

জানা যায়, শনিবার রাতে আবেদ হঠাৎ অসুস্থ হয়ে পড়লে রাহাত তাকে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখান থেকে চিকিৎসা শেষে বাড়ি ফেরার পথে চিকনদন্ডীর লালিয়ারহাট মিস্ত্রি ঘাটা অতিক্রম করার সময় সড়ক দুর্ঘটনায় তাদের বহনকারী টেক্সিটি দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলে রাহাতের মৃত্যু হয় এবং চমেক হাসপাতালে নেয়ার পথে মাহমুদুল হাসানের মৃত্যু হয়। একই দুর্ঘটনায় তাদের সহযাত্রী রাশেদ চৌধুরী নামে আরেকজন গুরুতর আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

রাউজান হাইওয়ে থানার ওসি মোহাম্মদ উল্লাহ জানান, দুর্ঘটনাকবলিত টেক্সিটি জব্দ করা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

পূর্ববর্তী নিবন্ধট্রাইব্যুনালে ১৩ সেনা কর্মকর্তা
পরবর্তী নিবন্ধনাইক্ষ্যংছড়িতে আশ্রয় নিলেন মিয়ানমারের সেনা ও বিজিপির ৫ সদস্য