চিকিৎসা শেষে দেশে ফিরেছেন তামিম আপাতত এক সপ্তাহ থাকবেন বিশ্রামে

স্পোর্টস ডেস্ক | মঙ্গলবার , ১ আগস্ট, ২০২৩ at ৬:০১ পূর্বাহ্ণ

তামিম ইকবালের ইনজুরি ভোগাচ্ছে বেশ লম্বা সময় ধরে। এই ইনজুরির প্রভাব পড়েছে দলের উপরও। জাতীয় দলের ওয়ানডে অধিনায়কও তিনি। সামনে এশিয়া কাপ ও বিশ্বকাপ আছে। এই দুই টুর্নামেন্ট সামনে রেখে ইনজুরি থেকে সুস্থ হতে চিকিৎসার জন্য লন্ডন গিয়েছিলেন তামিম। সেখানে চিকিৎসা শেষ করে গতকাল সোমবার বিকেলে দেশে ফিরেছেন তামিম ইকবাল। তামিম যখন দেশে ফিরেন তখন মিরপুরে শুরু হয়েছে ক্রিকেটারদের প্রস্তুতি ক্যাম্প। তবে তামিম এই ক্যাম্পে অংশ নিতে পারছেন না। এক সপ্তাহ পূর্ণ বিশ্রামে থাকতে হবে তাকে। এরপর আরও এক সপ্তাহ থাকতে হবে মাঠের বাইরে। দীর্ঘদিন ধরে তামিম পিটের সমস্যায় ভুগছিলেন। আর সেটারই চিকিৎসা করিয়েছেন তিনি। মূলত দুটি হাড়ের মাঝখানে ক্ষয় হয়ে গেছে তামিমের। সেটি থেকে সেরে উঠতে তিনি আপাতত ইনজেকশন নিয়েছেন। দুটি ইনজেকশন নিয়ে মাস তিনেক ব্যথা ছাড়া খেলতে পারার সম্ভাবনা আছে। যদিও এর মধ্যে যেকোনো সময়ই ব্যথা ফিরতে পারে। তখন আবারও ইনজেকশন নিতে লন্ডনে ফিরতে হবে তামিমকে। তার ইনজুরির জন্য অস্ত্রোপচারও করতে হতে পারে। সেটি করলে অন্তত মাস তিনেক আর মাঠে ফিরতে পারবেন না তিনি। বিশ্বকাপ ও এশিয়া কাপ সামনে রেখে ওই পথে স্বাভাবিকভাবেই হাঁটেননি তামিম। এক সপ্তাহ পুরো বিশ্রামে থাকার পর এক সপ্তাহ ফিটনেস নিয়ে কাজ করবেন তামিম। লন্ডনের চিকিৎসক হ্যামন্ডের পরামর্শ ও বিসিবি চিকিৎসকদের পরামর্শে এগুতে হবে তামিমকে। এই সময়ে ব্যথা অনুভব না করলে পরে ব্যাট হাতে নেবেন। তখনই বোঝা যাবে ইনজেকশনে কাজ হয়েছে কি না।

পূর্ববর্তী নিবন্ধমাহমুদউল্লাহ-সৌম্যসহ ৩২ ক্রিকেটার নিয়ে শুরু এশিয়া কাপের প্রস্তুতি
পরবর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ১০.৬৭ কোটি টাকা