চিকিৎসকের ভুলে পেটে ১৮ মাস খাবার প্লেটের সমান যন্ত্র

| বুধবার , ৬ সেপ্টেম্বর, ২০২৩ at ৫:৫৩ পূর্বাহ্ণ

নিউজিল্যান্ডে এক নারীর অস্ত্রোপচারের পর পেট খেকে খাবার প্লেটের মতো অস্ত্রোপচারের একটি যন্ত্র পাওয়া গেছে। ২০২০ সালে অকল্যান্ড শহরের একটি হাসপাতালে সন্তান প্রসবের পর পেটে যন্ত্রটি থেকে যায়। সিজারের পর ১৮ মাস ব্যথায় ভুগছিলেন তিনি। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান খবর জানিয়েছে। ম্যাকডোয়েলের প্রতিবেদনে বলা হয়েছে, অপারেশনের সময় রোগীর পেটে যন্ত্র রেখেই সেলাই করা হয়। যা অবহেলা ছাড়া কিছুই না। প্রতিবেদনে আরও বলা হয়েছে, প্ল্যাসেন্টা প্রিভিয়ার কারণে নারীর সিজার হয়েছিল। শেষে যন্ত্রটি তার পেটে থেকে যায়। ফলে দীর্ঘদিন ব্যথায় ভুগছিলেন। সিটি স্ক্যানের মাধ্যমে বিষয়টি পরিষ্কার হওয়া যায়। সোমবার নিউজিল্যান্ডের স্বাস্থ্য ও প্রতিবন্ধী কমিশনার মোরাগ ম্যাকডোয়েল মনে করছেন, এতে রোগীর অধিকার লঙ্ঘন করা হয়েছে। এডব্লিউআর যন্ত্রটি একটি খাবার প্লেটের সমান বড়। এমনভাবে নকশা করা হয়েছে যে এক্সরে দ্বারাও শনাক্ত করা যায়নি। প্রাথমিক তদন্তে জানা যায়, রোগীর অস্ত্রোপচারে যত্ন ও দক্ষতা ব্যর্থতার পরিচয় দিয়েছেন চিকিৎসকরা। অপারেশনের সময় একজন সার্জন, নার্সসহ আরও কয়েকজন উপস্থিত ছিলেন। অপারেশন পরিচালক ড. মাইক শেফার্ড বিবৃতিতে এমন ভুলের জন্য ক্ষমা চেয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ৫৩৩.১৫ কোটি টাকা
পরবর্তী নিবন্ধযুদ্ধে দিনে ১০ কোটি ডলার খরচ করছে ইউক্রেন : বিদায়ী প্রতিরক্ষামন্ত্রী