বোয়ালখালীতে ক্ষতিকর জেলি পুশ করে চিংড়ি বিক্রির দায়ে জসিম উদ্দিন নামের এক বিক্রেতাকে ৫হাজার টাকা জরিমানা সহ চিংড়িগুলো জব্দ করে মাটি চাপা দিয়ে ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার উপজেলা সদরের মাছ বাজারে এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিনা আকতার। উপজেলা মৎস্য কর্মকর্তা স্বপন চন্দ্র দে জানান উপজেলা সদরের বাজারে অসাধু ব্যবসায়ীরা মানবদেহের জন্য ক্ষতিকর জেলি পুশ করে চিংড়ি মাছ বিক্রি করছে গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় হাতেনাতে অভিযোগের সত্যতা পেয়ে আদালত বিক্রেতাকে নগদ ৫ হাজার টাকা জরিমানা করেন এবং জেলি মিশ্রিত প্রায় ২০ কেজি চিংড়ি মাছ জব্দ করে মাটি চাপা দিয়ে ধ্বংস করার নির্দেশ দেন।