চায়ে চেতনানাশক মিশিয়ে দোকানীর সর্বস্ব লুট

হাটহাজারী প্রতিনিধি | শনিবার , ২ অক্টোবর, ২০২১ at ৮:১১ অপরাহ্ণ

হাটহাজারীতে চেতনানাশক খাইয়ে এক ব্যবসায়ীর সর্বস্ব লুট করে নিয়ে গেছে এক প্রতারক। আজ শনিবার (২ অক্টোবর) বিকালে পৌরসভার সহকারী কমিশনার (ভূমি) অফিসের সামনে এই ঘটনা ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, পৌরসভার ৫নং ওয়ার্ডের ফটিকা শাহজালাল পাড়ার মৃত হামদু মিয়ার পুত্র মো. এনামুল হক(৫২) উক্ত অফিসের সামনে হাটহাজারী-নাজিরহাট মহাসড়কে একটি চা দোকান করেন। তার দোকানে এসে এক ব্যাক্তি তাকে এক কাপ চা দিতে বলে। তিনি তার কথা অনুসারে তাকে এক কাপ দুধ চা দেন।

ওই গ্রাহককে চা দেওয়ার পর তিনি দুধ চায়ের পরিবর্তে তাকে রং চা দেওয়ার জন্য বলেন। দোকানী ওই গ্রাহকের জন্য রং চা তৈরি করার এক ফাঁকে তার জন্য তৈরি করা দুধ চায়ের মধ্যে গ্রাহকটি কৌশলে চেতনানাশক ঔষধ মিশিয়ে দেয়।

এই সময় দোকানী গ্রাহককে দেওয়া দুধ চাটি নষ্ট করলে তিনি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন জানালে উক্ত গ্রাহক চাটি নষ্ট না করে দোকানীকে খেয়ে ফেলতে বলেন। দোকানী চা পানের পরক্ষণেই অজ্ঞান হয়ে পড়েন।

এই সুযোগে প্রতারক গ্রাহকটি ওই দোকানে রাখা সারাদিনের বিক্রি বাবদ নগদ বিশ হাজার টাকা এবং দুইটি স্মার্ট ফোন সহ তিনটি মোবাইল ফোন নিয়ে চম্পট দেয়।

পরে উপস্থিত লোকজন উক্ত দোকানীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে। এই ঘটনা এখন টক অভ হাটহাজারী।

পূর্ববর্তী নিবন্ধমিরসরাইয়ে মাথায় জখম সহ বৃদ্ধের মরদেহ উদ্ধার
পরবর্তী নিবন্ধসাগরে মাছ ধরা বন্ধ হচ্ছে কাল মধ্যরাতে