চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি (সিআইইউ) এবং কনফুসিয়াস ইনস্টিটিউট এট নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ) –এর মধ্যে একটি সমঝোতা স্মারক সমপ্রতি সিআইইউ সম্মেলন কক্ষে স্বাক্ষরিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. এম এম নুরুল আবসার। সিআইইউ’র পক্ষে রেজিস্ট্রার আনজুমান বানু লিমা এবং কনফুসিয়াস ইনস্টিটিউট এট নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ) –এর পক্ষে চায়নিজ পরিচালক মা শিয়াওয়ান সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
এ সময় সাক্ষী হিসেবে উপস্থিত ছিলেন কনফুসিয়াস ইনস্টিটিউট–এর বাংলাদেশি পরিচালক ও নর্থ সাউথ ইউনিভার্সিটির অধ্যাপক ড. মোহাম্মদ বুলবুল আশরাফ সিদ্দিকী এবং সিআইইউ–তে চায়নিজ ভাষা শিক্ষা কেন্দ্রের পরিচালক (ভারপ্রাপ্ত) ও লিবারেল আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস অনুষদের সহকারী অধ্যাপক কাজী মো. সাইফুল আসপিয়া।
উল্লেখ্য, চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির চায়নিজ ভাষা শিক্ষণ ও পরীক্ষা কেন্দ্র খুব শীঘ্রই আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করতে যাচ্ছে। প্রেস বিজ্ঞপ্তি।












