৭ম চায়না এম্বাসেডর কাপ উশু প্রতিযোগিতায় চট্টগ্রাম উশু একাডেমি জেলা ও ক্লাব বিভাগে এবং সার্ভিস বিভাগে বাংলাদেশ সেনাবাহিনী চ্যাম্পিয়ন ট্রফি অর্জন করে। চট্টগ্রাম উশু একাডেমি থেকে মোট নয়জন খেলোয়াড় এই প্রতিযোগিতায় অংশ নেন। তারা হলেন নিশান চৌধুরী শুভ, রূপকথা বড়ুয়া মুমু, স্বজন দেবনাথ পার্থ, মো. রাকিবুল ইসলাম, মুনতাহা মেহরিন, আব্দুর রহমান আহনাফ, মো. জোবায়ের ভূঁইয়া, তাওরাত জাহান শুভা ও মোরশেদ আহমেদ। চট্টগ্রাম উশু একাডেমির কোচ ছিলেন আন্তর্জাতিক উশু জাজ আব্দুল্লাহ আল ফয়সল এবং ফারজানা খানম। সিজেকেএস এ্যাডহক কমিটির সদস্য ও উশু কমিটির চেয়ারম্যান রিফাত বিন আনোয়ার সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানান।