চালের মূল্যবৃদ্ধির পেছনে রয়েছে পরিকল্পিত ষড়যন্ত্র : সুজন

| বৃহস্পতিবার , ৯ জুন, ২০২২ at ১০:২৬ পূর্বাহ্ণ

ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ভয় পায় বলে মন্তব্য করেছেন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও চসিকের সাবেক প্রশাসক খোরশেদ আলম সুজন। গতকাল বুধবার এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি এ মন্তব্য করেন।

এসময় তিনি বলেন, বড় বড় শিল্পগ্রুপগুলো সরাসরি চালের মোকাম থেকে চাল কিনে গুদামজাত করে রেখেছে। তাই নির্দ্বিধায় বলা যায় হঠাৎ করে চালের মূল্যবৃদ্ধির পেছনে অবশ্যই পরিকল্পিত ষড়যন্ত্র রয়েছে। যারা সিন্ডিকেট করে বাজারে অস্থিতিশীলতা সৃষ্টি করছে।

তারা শুধু সরকারকেই হেনস্তা করছে না, জনগণকেও বিভ্রান্ত করছে। তিনি আরো বলেন, সীতাকুণ্ডের বিস্ফোরণও কোনো নাশকতা কিনা তা খতিয়ে দেখা প্রয়োজন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারী মাদরাসার মহাপরিচালক হলেন আল্লামা মুহাম্মাদ ইয়াহইয়া
পরবর্তী নিবন্ধসীতাকুণ্ডে অগ্নিদগ্ধদের পাশে বিভিন্ন ব্যক্তি ও সংগঠন