চালু হলো ৩ নম্বর ফিডার রোড

সাগরিকা হয়ে পৌঁছানো যাবে আউটার রিং রোডে

আজাদী প্রতিবেদন | সোমবার , ২৩ অক্টোবর, ২০২৩ at ৮:৩৯ পূর্বাহ্ণ

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের আউটার রিং রোড প্রকল্পের তিন নম্বর ফিডার রোড উদ্বোধন করা হয়েছে। নগরীর পতেঙ্গাফৌজদারহাট আউটার রিং রোডের কাট্টলী থেকে সাগরিকা জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম পর্যন্ত প্রায় এক কিলোমিটার দীর্ঘ ফ্লাইওভারসহ ৪ লেনের এই ফিডার রোড উদ্বোধন করেন সিডিএ চেয়ারম্যান এম জহিরুল আলম দোভাষ। দীর্ঘদিন ধরে ঝুলে থাকা রাস্তাটি চালু হওয়ায় নগরীর যান চলাচলে বিশেষ গতিশীলতা তৈরি হবে। বিশেষ করে নগরীর আগ্রাবাদ, হালিশহর, দেওয়ানহাট, পাহাড়তলী, খুলশী, জিইসি, ২ নম্বর গেট, বহদ্দারহাটসহ সন্নিহিত এলাকা থেকে আউটার রিং রোড ধরে বিমানবন্দর বা পতেঙ্গা এলাকায় যাতায়াতের সময় এখন থেকে আর ফৌজদারহাট পর্যন্ত ঘুরতে হবে না। সাগরিকা হয়ে জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামের পাশ দিয়ে আউটার রিং রোডে পৌঁছে গন্তব্যে যাতায়াত করা যাবে। এটি ফৌজদারহাট টোল রোড এবং বায়েজিদ লিংক রোডের মুখে যে জটলা তৈরি হয় তা নিরসনেও ভূমিকা রাখবে।

সড়কটি উদ্বোধন করে সিডিএ চেয়ারম্যান এম জহিরুল আলম দোভাষ বলেন, এটি নগরীর যান চলাচলের ক্ষেত্রে অনেক বড় ভূমিকা রাখবে। উদ্বোধনী অনুষ্ঠানে সিডিএর চিফ ইঞ্জিনিয়ার কাজী হাসান বিন শামসও বক্তৃতা করেন।

অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক প্রশাসক খোরশেদ আলম সুজন, সাবেক সিটি মেয়র আ জ ম নাছিরউদ্দিন, আওয়ামী লীগ নেতা শফিক আদনান, সিডিএ বোর্ড সদস্য জসিমউদ্দিন শাহ, মোহাম্মদ আলী শাহ, মোহাম্মদ ফারুক, জিনাত সোহানা চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধপেনশন স্কিমের সোয়া ১১ কোটি টাকা ট্রেজারি বন্ডে বিনিয়োগ
পরবর্তী নিবন্ধপূজা দেখতে গিয়ে সড়কে মৃত্যু