রাউজান হলদিয়া ইউনিয়নের পাহাড় সংলগ্ন গ্রাম বৃক্ষবানুপুর এলাকা দিয়ে একটি প্রাইভেট কারে চোলাই মদ পাচারকালে স্থানীয়রা একশত ৮০ লিটার মদ আটক করেছে। গাড়ি ভর্তি এসব মদ নিয়ে আসা হচ্ছিল রাঙামাটির কাউখালী উপজেলার ডাবুয়া পাড়া কচু,পাড়া চৌধুরী পাড়া থেকে। স্থানীয় ইউপি সদস্য ফিরোজ আহমদ বলেন, গত বুধবার রাতে শহীদ জাফর সড়ক দিয়ে একটি কার রাউজান উপজেলা সদরের দিকে আসছিল। অজ্ঞাতনামা ব্যক্তির ফোনে এই তথ্য পেয়ে স্থানীয় লোকজনকে নিয়ে সড়ক পথের জানিপাথর এলাকার তারা অবস্থান নেয়। পরে গাড়িটি থামিয়ে তল্লাশি করে উদ্ধার করা হয় পলিথিন মোড়ানো বস্তাভর্তি মদ।
স্থানীয়রা এসময় প্রাইভেট কারের চালক মোরশেদ আলম(২৭)সহ কারটি আটক করে বিষয়টি জানায় হলদিয়া ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলামকে। চেয়ারম্যান শফিকুল ইসলাম রাতেই বিষয়টি অবহিত করেন উপজেলা নির্বাহী অফিসার আবদুস সামাদ শিকদার ও রাউজান থানায়। গতকাল বৃহস্পতিবার উপজেলা নির্বাহী অফিসার আবদুস সামাদ শিকদার ঘটনাস্থলে গিয়ে মদবাহী কারসহ চালককে পুলিশের হাতে সোপর্দ করেন।
এ ব্যাপারে জানতে চাইলে রাউজান থানার ওসি আবদুল্লাহ আল হারুন বলেন মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেট কার রাউজান থানার হেফাজতে রয়েছে । চালক মোরশেদ আলমের বিরুদ্ধে রাউজান থানায় মাদক দ্রব্য আইনে মামলা রুজু করা হয়েছে । আটক প্রাইভেট কার চালক মোরশেদ আলম কুমিল্লা জেলার মোহনগঞ্জ থানার সাকচাইল বিপূলা বাজার এলাকার কালা মিয়ার পুত্র।












