চারুলতা বিদ্যাপীঠের শিক্ষার্থীরা পেল ঈদের নতুন জামা

চমেক ২১ ব্যাচের উদ্যোগ

| বুধবার , ১৯ এপ্রিল, ২০২৩ at ৬:০৬ পূর্বাহ্ণ

ঈদ উপলক্ষে চারুলতা বিদ্যাপীঠের শিক্ষার্থীদের নতুন জামা দিয়েছে চমেক ২১ ব্যাচ। গতকাল মঙ্গলবার দুপুরে চারুলতা বিদ্যাপীঠ প্রাঙ্গণে চারুলতার শিক্ষার্থীদের মাঝে এসব ঈদ উপহার তুলে দেন। চারুলতার উপদেষ্টা ডা. ইমদাদ হুসাইনের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন চট্টগ্রাম মেডিকেল কলেজের গাইনি ও অবস বিভাগের সাবেক বিভাগীয় প্রধান প্রফেসর ড. সাহানারা চৌধুরী, ইউএসটিসির কমিউনিটি মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. সাইদ মাহামুদ, মেরিন সিটি মেডিকেল কলেজের কার্ডিয়াক এনেসথেসিয়া বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মামুনুর রহমান, প্রফেসর ডা. নাসরিন বানু, পেডিয়াট্রিক সার্জন প্রফেসর ডা. আকবর হোসেন ভূঁইয়া ও প্রফেসর ডা. আব্দুস সালাম ও চারুলতার সভাপতি ইসমাইল চৌধুরী। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চারুলতার সহসভাপতি লাবিবা ইসলাম, যুগ্ম সম্পাদক শাহরিয়া আফরিন ঊর্মি, পার্থ সরকার প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার পাশাপাশি নৈতিক মূল্যবোধ, দেশপ্রেম, সততা ইত্যাদি বিষয়ে জোর দেয়ার উপর গুরুত্বারোপ করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধনির্যাতন চালিয়ে ক্ষমতাকে চিরস্থায়ী করা যাবে না
পরবর্তী নিবন্ধজনগণের দল বিএনপি জনগণের পাশে আছে