হাত-পা টিপানোর কথা বলে শিশুদের অনৈতিক কার্যকলাপ ও যৌন নিপীড়নের দায়ে অভিযুক্ত এ মাদরাসা শিক্ষককে গ্রেফতার করেছে বন্দর থানা পুলিশ।
মঙ্গলবার (১৪ নভেম্বর) এই ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে বন্দর থানায় মামলা দায়ের করেন ভিকটিমের বাবা।
আটক মোঃ ওমর ফারুক (২১) বাঁশখালী থানাধীন কাথারিয়ার কাথারিয়া বাজারের বাগমারা এলাকার মোঃ মোস্তফা কামাল ছেলে।
এই বিষয়ে বন্দর থানার অফিসার ইনচার্জ সনজয় কুমার সিনহা দৈনিক আজাদীকে বলেন, অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত শিক্ষক ওমর ফারুককে আমরা আটক করতে সক্ষম হই। এতদসংক্রান্তে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সং/০৩) এর ১০/৯(৪)(খ) ধারায় বন্দর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন ভিকটিমের বাবা। আসামীকে আদালতে পাঠানো হয়েছে। ভিকটিমদের জবানবন্দি গ্রহণের জন্য তাদেরকেও আদালতে পাঠিয়েছি।