চার মাস পর আজ চবির সিন্ডিকেট সভা

চবি প্রতিনিধি | শুক্রবার , ১৪ জুলাই, ২০২৩ at ৯:২০ পূর্বাহ্ণ

দুই দফা পিছিয়ে চার মাস পর অবশেষে আজ অনুষ্ঠিত হচ্ছে চবির ৫৪৪তম সিন্ডিকেট সভা। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতারের আহ্বানে নগরীর চারুকলা ইন্সটিটিউটে এটি অনুষ্ঠিত হবে।

নিয়ম অনুযায়ী প্রতিমাসে একটি সিন্ডিকেট সভা করার কথা থাকলেও গত চার মাসে কোনো সভা অনুষ্ঠিত হয়নি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি)। সিন্ডিকেট নির্বাচনের চার মাসেও নির্বাচিত সিন্ডিকেট সদস্যরা একটি সভাও পাননি।

এর আগে গত রোববার (৯ জুলাই) প্রথমবারের মতো ৫৪৪তম সিন্ডিকেট সভা আহ্বান করেন উপাচার্য। পরবর্তীতে তা একদিন পিছিয়ে সোমবার (১০ জুলাই) নির্ধারণ করা হয়। পরে আবারও পিছিয়ে আগামীকাল শুক্রবার (১৪ জুলাই) সিন্ডিকেট সভার তারিখ নির্ধারণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত পদোন্নতি বোর্ড আগে সম্পন্ন করতে না পারার কারণেই সিন্ডিকেট সভাকে বারবার পেছানো হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। গতকাল চারুকলা ইনস্টিটিউটে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা, কর্মচারীদের পদোন্নতি বোর্ড অনুষ্ঠিত হয়েছে।

চবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর আব্দুল হক বলেন, বিশ্ববিদ্যালয়ের যেকোনো নিয়োগ, পদোন্নতিসহ যেকোনো বিষয় খুবই পরিকল্পিতভাবে হওয়া উচিত। কিন্তু এখানে তড়িঘড়ি করে সিন্ডিকেটের একদিন আগে বোর্ড বসানো হয়েছে। এক্ষেত্রে পরিকল্পনার যথেষ্ট অভাব আছে বলে আমি মনে করি।

সিন্ডিকেট সদস্যরা জানান, সিন্ডিকেট সভার ৭ দিন আগে কী কী এজেন্ডা থাকবে তা আমাদের জানিয়ে দেয়া হয়। কিন্তু এবারে প্রথমে অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয়কে অন্তর্ভুক্ত না করেই এজেন্ডা জানানো হয়। কিন্তু বুধবার রাতে আবার অনেকগুলো বিষয় অন্তর্ভুক্ত করে নতুন এজেন্ডার তালিকা পাঠানো হয় সিন্ডিকেট সদস্যদের কাছে। এত অল্প সময়ের মধ্যে এতগুলো এজেন্ডা নিয়ে প্রস্তুতি ও বিশ্লেষণ করার যথেষ্ট সময় নেই।

পূর্ববর্তী নিবন্ধপর্যটকরা ওয়ানস্টপ সার্ভিস পাবেন ট্যুরিস্ট পুলিশের কন্ট্রোল রুমে
পরবর্তী নিবন্ধআজ থেকে মিশন টি-টোয়েন্টি