চার বছর পর শুরু হতে যাচ্ছে জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ

আঠারো কোটি টাকায় চট্টগ্রামসহ ৬৪ জেলায় ফুটবল উৎসব

ক্রীড়া প্রতিবেদক | মঙ্গলবার , ২৬ আগস্ট, ২০২৫ at ৫:৩৩ পূর্বাহ্ণ

চার বছর পর ফুটবলের বড় আয়োজন জাতীয় চ্যাম্পিয়নশিপ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। গতকাল সোমবার বাফুফে ভবনে আয়োজিত টুর্নামেন্টের লোগো ও সূচি উন্মোচন এবং সংবাদ সম্মেলনে টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান ও বাফুফের সহসভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি এ কথা জানান। দেশের সবচেয়ে বড় এই ফুটবল আয়োজনে অংশ নিচ্ছে চট্টগ্রাম সহ ৬৪টি জেলা দল। জাতীয় চ্যাম্পিয়নশিপ আয়োজনের জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ১৮ কোটি টাকার বাজেট তৈরি করে সহযোগিতা চেয়েছিল সরকারের কাছে। এর মধ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ও জাতীয় ক্রীড়া পরিষদ আলাদা আলাদাভাবে ৫ কোটি করে মোট ১০ কোটি টাকা দিচ্ছে বাফুফেকে। এই ১০ কোটি টাকা পেয়ে বাফুফে টুর্নামেন্ট শুরু করতে যাচ্ছে। বাজেটের বাকি ৮ কোটি টাকাও বাফুফেই জোগান দেবে। সিনিয়র জাতীয় চ্যাম্পিয়নশিপের পাশাপাশি বাফুফে ছেলেদের অনূর্ধ্ব১৭ ও মেয়েদের অনূর্ধ্ব১৫ জাতীয় চ্যাম্পিয়নশিপও আয়োজন করবে। ৩০ আগস্ট মুন্সিগঞ্জে স্বাগতিক জেলা ও জামালপুরের ম্যাচ দিয়ে শুরু হবে জাতীয় চ্যাম্পিয়নশিপ। উদ্বোধনী ম্যাচে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া প্রধান অতিথি হিসেবে থাকবেন। চলমান বর্ষা মৌসুমে অনেক জেলা স্টেডিয়ামের মাঠ অনুপোযুক্ত থাকায় মূলত সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে খেলা পুরোদমে শুরু হবে। দেশের সবচেয়ে বড় এই ফুটবল আয়োজনে অংশ নিচ্ছে ৬৪টি জেলা দল। আটটি জোনে বিভক্ত করা হয়েছে জেলাগুলোকে। টুর্নামেন্টের প্রথম দুই রাউন্ড হবে হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে। শীর্ষ ১৬ দল নিয়ে শুরু হবে নকআউটপর্ব। ঢাকা জাতীয় স্টেডিয়ামে হবে ফাইনাল। ফাইনালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে এশিয়ান ফুটবল কনফেডারেশন্সের (এএফসি) সভাপতি শেখ সালমান বিন ইব্রাহিম আল খলিফার। ২৩২৬ নভেম্বর বাংলাদেশ সফর করবেন এশিয়ান ফুটবল কনফেডারেশনের সভাপতি শেখ সালমান। তার উপস্থিতিতে ২৪ কিংবা ২৫ নভেম্বর ঢাকায় জাতীয় স্টেডিয়ামে জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনাল আয়োজন করতে চায় আয়োজকরা। সংবাদ সম্মেলনে টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান ও বাফুফের সহসভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি বলেন, ‘এই প্রতিযোগিতার মধ্য দিয়ে জেলায় জেলায় ফুটবল নিয়ে উন্মাদনা তৈরি হবে। সিনিয়রদের আসর চলা অবস্থায় অনূর্ধ্ব১৭ পুরুষ ও নারী চ্যাম্পিয়নশিপ আয়োজন করা হবে। এই তিনটি আসরের মাধ্যমে প্রতিভাবান ফুটবলার বাছাই সম্ভব হবে।’ টুর্নামেন্টের লোগো ও সূচি উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া সচিব মাহবুবউলআলম। তিনি বলেন, ‘সরকার ও বাফুফের এই যৌথ উদ্যোগ তরুণ সমাজে একটা উন্মাদনার সৃষ্টি হবে। নারী ফুটবলাররা নিয়মিত সাফল্য এনে দিচ্ছে দেশকে। আমি মনে করি এই টুর্নামেন্টের মধ্যে দিয়ে আমরা আরও অনেক বেশি প্রতিভাবান ফুটবলার তৃণমূল থেকে খুঁজে পাবো।’ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক মো. আমিনুল ইসলাম, বাফুফের নির্বাহী কমিটির সদস্য ইকবাল হোসেন, ছাইদ হাছান কানন, সাখাওয়াত হোসেন ভূঁইয়া শাহিন ও কামরুল হাসান হিলটন।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামের পর এবার রাজশাহী গেলেন এইচপির ক্রিকেটাররা
পরবর্তী নিবন্ধসবকিছু পরিস্থিতির ওপর নির্ভর করবে