চার বছর নয়, সংসদ-রাষ্ট্রপতির মেয়াদ ৫ বছর চায় জামায়াত

সংবিধানের মূলনীতিতে বহুত্ববাদ পুরোপুরি বাদ চায় সংসদে আসন বণ্টন সমানুপাতিক হারে করার প্রস্তাব

আজাদী ডেস্ক | রবিবার , ২৭ এপ্রিল, ২০২৫ at ৪:৩৯ পূর্বাহ্ণ

জাতীয় সংসদ ও রাষ্ট্রপতির মেয়াদ চার বছর করার যে প্রস্তাব সংবিধান সংস্কার কমিশন দিয়েছে তাতে একমত নয় বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি সংসদ ও রাষ্ট্রপতির মেয়াদ পাঁচ বছরই চায়। গতকাল শনিবার জাতীয় সংসদের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে জামায়াতে ইসলামীর বৈঠকের মধ্যবর্তী অংশ শেষে এই কথা জানান দলটির নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি বলেন, সংবিধান সংস্কার কমিশনের প্রস্তাব ছিল সংসদ ও রাষ্ট্রপতির মেয়াদ চার বছর হবে। আমরা এর সঙ্গে দ্বিমত জানিয়েছি। আমরা বলেছি, সংসদ ও রাষ্ট্রপতির মেয়াদ পাঁচ বছর থাকবে।

তবে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের প্রস্তাবের সঙ্গে একমত জামায়াতে ইসলামী। ডা. সৈয়দ আব্দুল্লাহ বলেন, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের বিষয়ে আমরা একমত। তবে এটার ফরমেশন, ন্যাচার, প্রসেস সম্পর্কে আমরা আলোচনা করছি। তিনি বলেন, জামায়াতে ইসলামীর প্রতিনিধি দলের সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের মতবিনিময় চলছে। পাঁচটি কমিশনের রিপোর্ট দেওয়া হয়েছিল। আমরা আলোচনা শুরু করেছি সংবিধান সংস্কারের ওপরে দেওয়া প্রস্তাবনা দিয়ে। আলোচনা অত্যন্ত ফলপ্রসু হচ্ছে বলে আমরা মনে করছি। অনেক বিষয়ে আমাদের ভেতরে মতবিনিময় হয়েছে, নানা বিষয়ে ব্যাখ্যা হয়েছে। কিছু কিছু বিষয়ে আমরা একমত হয়েছি। খবর বাংলানিউজ ও বিডিনিউজের।

আলোচনা আজ শেষ নাও হতে পারে জানিয়ে তিনি বলেন, কারণ বিষয়গুলো জাতীয় স্বার্থের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মেজর অংশীদার হিসেবে জামায়াতে ইসলামী অত্যান্ত গুরুত্ব ও মনোযোগের সঙ্গে সমস্ত সংস্কারকে বিবেচনা করছে। যেটা দেশ ও জাতির জন্য কল্যাণকর আমরা সেই ব্যাপারে মত দিচ্ছি, ঐক্যমত হচ্ছি। এখানে ব্যক্তি বা দল আমাদের কাছে গুরুত্বপূর্ণ নয়। বাংলাদেশ, বাংলাদেশের মানুষ, বাংলাদেশের ভবিষ্যৎ এবং সমৃদ্ধ শান্তিময় বাংলাদেশ আমাদের লক্ষ্য।

সংবিধানের মূলনীতিতে বহুত্ববাদ পুরোপুরি বাদ চায় : সংবিধান সংস্কার কমিশনের প্রস্তাবে সংবিধানের মূলনীতিতে ‘বহুত্ববাদ’ পুরোপুরি বাদ দেওয়ার কথা বলেছে জামায়াতে ইসলামী। পাশাপাশি সংসদে আসন বণ্টন সমানুপাতিক হারে করার প্রস্তাব এসেছে তাদের তরফে। এর পরিবর্তে ‘আল্লাহ’র উপরে সম্পূর্ণ আস্থা এবং বিশ্বাস স্থাপন যুক্ত’ করার কথা বলেছে দলটি। এছাড়া প্রধানমন্ত্রী হিসেবে একজন ব্যক্তিকে সর্বোচ্চ দুবার রাখার বিষয়ে সংস্কার কমিশনের প্রস্তাবে একমত পোষণ করেছে তারা।

বাস্তবসম্মত সংস্কারে জামায়াতের পূর্ণ সহযোগিতা থাকবে : জামায়াতে ইসলামী দলীয় গণতান্ত্রিক চর্চার মতো বাংলাদেশেও গণতন্ত্র গড়ে তুলতে বলেছেন দলটির নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। এছাড়া গঠনমূলক, ইতিবাচক, বাস্তবসম্মত সংস্কারে জামায়াতে ইসলামী পূর্ণ সহযোগিতা করবে বলে জানিয়েছেন মোহাম্মদ তাহের। তিনি বলেন, দেশ ও জাতির জন্য কল্যাণকর বিষয়ে আমরা দলীয় এবং ব্যক্তি স্বার্থকে প্রাধান্য দিতে চাই না। দেশ ও জাতির জন্য যেটা কল্যাণকর সেই কাজে, সেই পরিবর্তন ও সংস্কারে জামায়াত পরিপূর্ণভাবে ঐকমত্য পোষণ করে। আলোচনার ভিত্তিতে আরও কিছু প্রয়োজন হলে আমরা করব।

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারের সঞ্চালনায় বৈঠক জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে ছিলেন কমিশনে সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ, কমিশনের সদস্য সফর রাজ হোসেন, বিচারপতি এমদাদুল হক, . বদিউল আলম মজুমদার ও ড. ইফতেখারুজ্জামান। জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ছিলেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, . হামিদুর রহমান আযাদ সাবেক এমপি, অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে হাই কোর্ট বেঞ্চ বাস্তবায়নের ‘বাধা’ ভাঙতে হবে
পরবর্তী নিবন্ধচলতি গরমে লোডশেডিং সহনীয় মাত্রায় থাকবে : বিদ্যুৎ উপদেষ্টা