বৈরি আবহাওয়ায় টানা চার দিন বন্ধ থাকার পর কক্সবাজারের টেকনাফ–সেন্টমার্টিন নৌপথে নৌযান চলাচল শুরু হয়েছে। গতকাল সোমবার বেলা সাড়ে ১১টার দিকে দুটি ইঞ্জিনচালিত নৌযান (সার্ভিস ট্রলার) নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী ও ৭৭ জন যাত্রী নিয়ে সেন্টমার্টিনের উদ্দেশে ছেড়ে যায়। এর আগে বৈরী আবহাওয়ার কারণে গত বৃহস্পতিবার থেকে নৌপথটিতে নৌযান চলাচল বন্ধ হয়ে পড়ে।
টেকনাফ পৌরসভার কায়ুকখালীয়া ঘাট সার্ভিস ট্রলারের টিকিট বিক্রেতা মোহাম্মদ ওমর ফারুক জানান, আবহাওয়া অনুকূলে থাকায় এসবি রাফিয়া ও এসবি আশিক নামে দুটি নৌযান সেন্টমার্টিনের উদ্দেশে রওনা দেয়। দুটি নৌযানে ৭৭ জন যাত্রী এবং নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী ছিলো। যাত্রীরা সবাই সেন্টমার্টিনের বাসিন্দা। বৈরী আবহাওয়ার কারণে সেন্টমার্টিনে যেতে না পেরে তারা টেকনাফে আটকে পড়েছিলেন।
সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান ফয়েজুল ইসলাম বলেন, চার দিন ধরে নৌযান চলাচল বন্ধ থাকায় দ্বীপে খাদ্যসংকট দেখা দিয়েছিল। নৌযান চলাচল শুরু হওয়ায় সেই সংকট কেটে যাবে।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন বলেন, নিম্নচাপ ও অমাবস্যার কারণে সাগর উত্তাল ছিল। তাই বৃহস্পতিবার থেকে গত রোববার পর্যন্ত কোনো নৌযান টেকনাফ–সেন্টমার্টিন নৌপথে চলাচল করেনি। তবে গতকাল দুটি নৌযান টেকনাফ পৌরসভার কায়ুকখালীয়া ঘাট থেকে সেন্টমার্টিন দ্বীপের উদ্দেশে ছেড়ে গেছে।