দীর্ঘ সময় সড়কে উন্নয়ন কাজ না করায় সামান্য বৃষ্টিতে কর্দমাক্ত হয়ে পিচ্ছিল হয়ে যায় চাম্বল ইউনিয়নের পশ্চিম চাম্বল ডিপুটিঘোনা ১নং ওয়ার্ড ঘোদারপাড় এলাকার সড়কটি। ঘোদারপাড় সরকারী প্রাথমিক বিদ্যালয় ও জামে মসজিদ সংলগ্ন এ সড়কটি বর্তমানে চলাচল অযোগ্য ও গর্তে পরিণত হওয়ায় স্থানীয় জনগণ গতকাল মঙ্গলবার প্রতিবাদ স্বরূপ এ সড়কে ধানের চারা রোপণ করে প্রতিবাদ জানান। এ ব্যাপারে স্থানীয় আবুল কালাম জানান, গুরুত্বপূর্ণ এ সড়কে স্কুল মাদ্রাসার শিক্ষার্থীসহ শত শত মানুষ চলাচল করে। অথচ দীর্ঘ সময় এটা সংস্কার না হওয়াতে বর্তমানে জনগণ পায়ে হেঁটেও চলাচল করতে পারেনা । তাই জনগণ বাধ্য হয়ে ধানের চারা রোপন করেছে প্রতিবাদ করেন। রিক্সা চালক আবদুল মতলব বলেন, এ সড়কে অনেকদিন ধরে কোন গাড়ি চলাচল করে না। কোন অসুস্থ ও ডেলিভারী রোগী নিয়ে যাওয়া কষ্টকর বলে সে জানান।এদিকে সড়কে ধানের চারা রোপণ করার দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর নানা জন নানা মন্তব্য করতে দেখা যায়। এলাকাবাসী প্রশাসনের সদয় দৃষ্টি আকর্ষণ করেন সড়কটি চলাচল উপযোগী করার জন্য যাতে স্কুল মাদ্রাসার শিক্ষার্থীরা অনায়াসে যাতায়াত করতে পারে।