বাঁশখালীর প্রধান সড়কের চাম্বল এলাকায় সড়ক দুর্ঘটনায় দুই স্কুল শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। গতকাল বুধবার সকালে চাম্বল ন্যাশনাল হাসপাতালের দক্ষিণ পার্শ্বে এ দুর্ঘটনা ঘটেছে। আহত শিক্ষার্থীরা হলেন চাম্বল ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড এলাকার মো. ফেরদৌসের কন্যা তানজিলা (১৬) ও একই এলাকার বাদশা মিয়ার কন্যা মোবারেকা (১৫)। দুঘর্টনার পর তাদের স্থানীয় চাম্বল ন্যাশনাল হাসপাতালে প্রাথমিক চিকিৎসার দেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করেন। তারা দুজনই চাম্বল উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী।
সড়ক দুঘর্টনায় স্কুল শিক্ষার্থী আহত হওয়ার ঘটনায় স্কুলের ছাত্র-ছাত্রীরা প্রধান সড়কে বিক্ষোভ করে। চাম্বল উচ্চ বিদ্যালয়ের আইসিটি বিভাগের সহকারী শিক্ষক গিয়াস উদ্দিন জানান, আমাদের ওই দুই শিক্ষার্থী প্রধান সড়ক দিয়ে হেঁটে স্কুলে আসার সময় চাম্বল বাজারের দক্ষিণে প্রধান সড়কে পেকুয়ার টইটং থেকে ছেড়ে আসা চট্টগ্রাম শহরগামী একটি সুপার সার্ভিস পেছন দিক থেকে ধাক্কা দেয়। এ ঘটনায় তারা দুজন গুরুতর আহত হয়।