চাম্বল ইউপির সাবেক চেয়ারম্যান মুজিবুলের স্ত্রী কারাগারে

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন

আজাদী প্রতিবেদন | সোমবার , ১০ মার্চ, ২০২৫ at ১০:৪০ পূর্বাহ্ণ

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরীর স্ত্রী সাহেদা বেগম নূরীকে কারাগারে পাঠিয়েছে আদালত। গতকাল রোববার চট্টগ্রামের মহানগর দায়রা জজ মো. নুরুল ইসলাম মানিক এ আদেশ দেন। এর আগে উচ্চ আদালতের নির্দেশনা অনুসারে সাহেদা বেগম নূরী আত্মসমর্পণ করে জামিন চেয়ে আবেদন করলে বিচারক তা নাকচ করে দেন। দুদক পিপি মাহমুদুল হক দৈনিক আজাদীকে এ তথ্য নিশ্চিত করে বলেন, আবেদনের প্রেক্ষিতে গত ১০ ফেব্রুয়ারি সাহেদা বেগম নূরীকে ৪ সপ্তাহের আগাম জামিন দেন হাই কোর্ট। মেয়াদ শেষ হলে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়। এরই প্রেক্ষিতে ৪ সপ্তাহের আগাম জামিনের মেয়াদ শেষ হলে আজকে (গতকাল) তিনি আত্মসমর্পণ করে জামিন চেয়ে আবেদন করেন। শুনানি শেষে বিচারক তার আবেদনটি নাকচ করে দেন এবং কারাগারে পাঠানোর আদেশ দেন।

আদালত সূত্র জানায়, ২০২৩ সালের ২৮ ডিসেম্বর দুদক সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম২ এর সহকারী পরিচালক মো. আব্দুল মালেক বাদী হয়ে নিজ কার্যালয়ে মামলাটি দায়ের করেন। মামলায় নূরীর পাশাপাশি তার স্বামী মুজিবুল হক চৌধুরীকেও আসামি করা হয়। মামলার এজাহারে বলা হয়, সাহেদা বেগম নূরী জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ ৮৬ লাখ ৬২ হাজার ৭৯৭ টাকার সম্পদ অর্জন করে ভোগ দখলে রেখেছেন। আর মুজিবুল হক চৌধুরী অসাধু উপায়ে উপার্জিত অর্থ দিয়ে তার স্ত্রী সাহেদা বেগম নূরীর নামে সম্পদ অর্জনে সহযোগিতা করেছেন।

পূর্ববর্তী নিবন্ধযত্রতত্র নয়, ময়লা ফেলতে হবে নির্দিষ্ট স্থানে
পরবর্তী নিবন্ধআকুর দায় মিটিয়ে রিজার্ভ ২০বিলিয়নের নিচে